বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭, ১২:৫১:৩৬

চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুর যাচ্ছেন ডিপজল

চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুর যাচ্ছেন ডিপজল

বিনোদন ডেস্ক: নিয়মিত মেডিকেল চেকআপের অংশ হিসেবে আবারও সিঙ্গাপুরে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ মনোয়ার হোসেন ডিপজল। আগামী ৫ জানুয়ারি হার্টের ডাক্তার দেখাতে সিঙ্গাপুর যাবেন তিনি।

বুধবার ডিপজল বলেন, আমি সুস্থ আছি। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চেক-আপের জন্য আমাকে আবার সিঙ্গাপুর যেতে হচ্ছে। সিঙ্গাপুরে যাওয়ার আগে ২৯ ডিসেম্বর ব্যাংকক যাচ্ছি। বেশকিছু দিন ধরে কানে কিছু সমস্যা অনুভব করছি। তাই সেখানে কানের ডাক্তার দেখাব। এরপর ৫ জানুয়ারি হার্টের ডাক্তার দেখাতে সিঙ্গাপুর যাবো।

এর আগে, গত সেপ্টেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ডিপজল। এরপর তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারি করা হয়। এরপর সুস্থ হয়ে নভেম্বরের শুরুতে তিনি দেশে ফেরেন।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে