বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭, ০৯:২৯:৩১

প্রেমে হাবুডুবু খাচ্ছেন জায়েদ-পপি!

প্রেমে হাবুডুবু খাচ্ছেন জায়েদ-পপি!

বিনোদন ডেস্ক: ঘটনার সূত্রপাত এ বছর শিল্পী সমিতির নির্বাচনে। দুজনে একই প্যানেলে নির্বাচন করেন। মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে কার্যনির্বাহী পদে লড়েছেন পপি। জয় পেতে ভোটের মাঠে পপির দৌঁড়ঝাঁপ ভোটারদের দৃষ্টি কেড়েছে। সেই সঙ্গে গুঞ্জন উঠেছে প্রেমে পড়েছেন জায়েদ-পপি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রীর সঙ্গে জায়েদ খানকে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্মও করতে দেখা গেছে। একসঙ্গে কবে এমন জুটি হলো? বছরের শুরু থেকেই কথা চলছিল জায়েদের হাত ধরে ফিরছেন পপি। সেই মতে, জায়েদের সঙ্গে কয়েকটি সিনেমায় কাজ করার জন্য কথাবার্তাও চলছিল।

চূড়ান্ত হয়েছিল ‘রাজপথে আছি’ শিরোনামের একটি সিনেমায়। জায়েদ খানের বিপরীতে সে সিনেমার আপাতত কোনো খোঁজ নেই। অনেকগুলো মাস পেরিয়ে গেলেও শুটিং শুরু হয়নি। এবার এলো নতুন সিনেমার খবর। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পপিকে দেখা যাবে ‘টার্ন’ শিরোনামের সিনেমায়। পরিচালনা করছেন শহীদুল হক খান। চলতি সপ্তাহে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

জানা যায়, ‘টার্ন’ এ দ্বৈত চরিত্রে অভিনয় করবেন পপি। একটি স্বাভাবিক চরিত্র অন্যটি প্রতিবন্ধীর। প্রতিবন্ধী কোনো মেয়ের চরিত্রে এবারই প্রথম অভিনয় করতে যাচ্ছেন তিনি। আর চরিত্রটিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পপি। এ সিনেমায় পপির বিপরীতে কে অভিনয় করবেন জানা না গেলেও জায়েদের নামই প্রথমে উচ্চারিত হচ্ছে।

এর আগে শাকিল খানের সঙ্গে পপির প্রেম ও বিয়ের গুঞ্জন সিনেমাপাড়ায় প্রচলিত ছিল। সে গুঞ্জন পরবর্তীতে পপি স্বীকারও করেছেন। আর বর্তমান গুঞ্জনের সত্যতা যাচাইয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কারো সঙ্গে জুটি হলে এমনটা রটে। জায়েদ আর আমি বেশ ভালো বন্ধু। নির্বাচন করতে গিয়ে সে বন্ধুত্বটা গাঢ় হয়েছে। তবে সেটা প্রেম নয়।’

তবে পপি যেভাবেই বন্ধু বলে এড়িয়ে যাক, সিনেমা পাড়ায় খবরটি উত্তাপ ছড়াচ্ছে।-বাংলা ইনসাইডার
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে