বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭, ১১:৪৩:১০

কুচ কুচ হোতা হ্যায় ছবির অজানা গল্প শোনালেন শাহরুখ খান

কুচ কুচ হোতা হ্যায় ছবির অজানা গল্প শোনালেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক: শাহরুখ-কাজল-রানি মুখার্জির সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’। বলিউডের ইতিহাসে ছবিটি অনন্য এক ইতিহাস হয়ে আছে। ছবিটি বিশ্বজুড়েই বলিউডপ্রেমীদের অন্তরে ভালো লাগার দোলা দিয়েছে। ১৯৯৮ সালে বলিউড পরিচালক হিসেবে করণ জোহরের প্রথম ছবি ছিল ‘কুচ কুচ হোতা হ্যায়’। বলিউডের অন্যতম সেরা রোম্যান্টিক ত্রিকোণ প্রেমের ছবির তালিকায় শীর্ষস্থানে রয়েছে এটি। ছবির গানগুলি আজও সমানভাবে জনপ্রিয়।

১৯ বছর আগে মুক্তি পাওয়া এই ছবির অজানা এক গল্প শোনালেন এবার ছবির নায়ক শাহরুখ খান। গেল রোববার শাহরুখের শো ‘টেড টকস’-এ গিয়েছিলেন বলিউডের বিখ্যাত গীতিকার জাভেদ আখতার। সেখানেই কথোপকথনের মাঝে শাহরুখ শেয়ার করেছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’ গানটি তৈরি হওয়ার অন্দরের কাহিনী। বলিউডে কিং খানের ২৫ বছরের জার্নি নিয়ে আলোচনার ফাঁকেই উঠে এসেছে এই তথ্য।

শাহরুখ জানিয়েছেন, জাভেদ আখতার নাকি এই ছবিতে কাজ করবেন না ঠিকই করে ফেলেছিলেন। কারণ ছবির নাম জাভেদের পছন্দ হয়নি। শাহরুখ বলেছেন, ‘একদিন অসম্ভব রেগে গিয়ে জাভেদজি বললেন, ‘অব তো মেরা দিল জাগে না সোতা হ্যায়, ক্যায়া করু হায়, কুচ কুচ হোতা হ্যায়’। নাও, এ সবই তো তোমাদের পছন্দ। কোনো রকম পরিকল্পনা ছাড়া, রাগের বহিঃপ্রকাশ করতে গিয়ে জাভেদ আখতার যে শব্দগুলি বলেছিলেন, সেগুলি দিয়েই ছবির টাইটেল ট্র্যাকটি তৈরি করা হয়েছিল। আর এর পরের কাহিনী তো ইতিহাস!’

জাভেদ আখতারের প্রশংসা করে শাহরুখবলেন, ‘রেগে গিয়েও জাভেদজি যে শব্দগুলি উচ্চারণ করেন, পরে সেগুলি গোল্ডেন ওয়ার্ডস হয়ে ওঠে। তিনি আমাদের ইন্ডাস্ট্রিতে এক ও অনবদ্য।’
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে