বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের যে ক’জন নায়িকার অভিনয় শৈলী সিনেমা আমোদী দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে, তাদের মধ্যে পরীমণি একজন। তাই তার অভিনীত চলচ্চিত্রের প্রতি দর্শকদের দৃষ্টিপাত যেন একটু বেশিই। গেল ১৫ ডিসেম্বরে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত চলচ্চিত্র 'অন্তর জ্বালা'। এ সিনেমায় তিনি জুটি বেঁধেছেন দেশের আরেকজন জনপ্রিয় নায়ক জায়েদ খানের সঙ্গে। জায়েদ-পরী জুটি যদিও নতুন নয়, তবুও প্রতিবারই যেন নতুন রূপেই আসেন তারা। যেমন, এবারের 'অন্তর জ্বালা' সিনেমার গল্পটি চিত্রায়িত হয়েছে প্রয়াত চিত্রনায়ক মান্নার এক পাগল ভক্তকে কেন্দ্র করে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ‘মালেক আফসারী’।
মুক্তি পাওয়ার পর সাধারণ দর্শক, তারকামহল ছাড়াও সিনেমাটি উপভোগ করেছেন বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক ‘এ কে এম শহীদুল হক’ও। এ তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায় অন্তর জ্বালা’র নায়ক জায়েদ খানের একটি ফেসবুক পোস্ট থেকে। জায়েদ খানের ফেসবুক পোস্টের সূত্র অনুযায়ী ‘অন্তর জ্বালা’ সিনেমা দেখার পর পুলিশের আইজিপি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন নিজের মন্তব্য। আইজিপি লিখেছেন, ‘অনেক দিন পর একটি বাংলা সিনেমা 'অন্তর জ্বালা' দেখলাম। ভালো লেগেছে। ব্যতিক্রম ও জীবনধর্মী ছবি। আবেগ, ভালবাসা, প্রেম, আনন্দ, ব্যথা, বেদনা সবই আছে। অসাধারণ অভিনয়। সকলকে ধন্যবাদ একটি ভালো ছবি উপহার দেয়ার জন্য’।
এ পোস্টটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন জায়েদ খান। শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “মাননীয় আই জি পি মহোদয় গতকাল ‘অন্তর জ্বালা’ দেখার পর তার ফেসবুক এ মন্তব্য করেন"।
ঢাকার ভেতর- ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, মধুমিতা, বলাকা, সনি, পূরবী, বিজিবি, চিত্রামহল, গীত, পূনম, জোনাকী, আনন্দ, সেনা, নিউ গুলশান, রানী মহল, ফ্যান্টাসি, প্রভৃতি সিনেমা হল ছাড়াও, ঢাকার বাইরের বেশ কিছু হলে চলছে মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ চলচ্চিত্রটি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস