বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭, ০৫:৩১:০৫

অক্ষয়ের 'টয়লেট' দেখে অনুপ্রাণিত বিল গেটস

অক্ষয়ের 'টয়লেট' দেখে অনুপ্রাণিত বিল গেটস

বিনোদন ডেস্ক: শৌচালয় ব্যবস্থার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে 'টয়লেট এক প্রেম কথা' ছবিটি। সেই ছবির প্রশংসা করলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

চলতি বছরে যেসব বিষয় তাঁকে অনুপ্রাণিত করেছে, তার মধ্যে অক্ষয় কুমার ও ভূমি পেদনেকর অভিনীত এই ছবির নাম আছে।

গতকাল বিল গেটস টুইটারে লেখেন, অস্বীকার করা যায় না যে ২০১৭ সাল কঠিন বছর ছিল। তবে এর মাঝেও বছরটা কিছু বিস্ময়কর আশা ও অগ্রগতি দিয়েছে। এরপরই তাঁকে অনুপ্রাণিত করেছে এমন কিছু বিষয় টুইট করেন। বিল গেটসের অনুপ্রেরণার তালিকায় টয়লেট এক প্রেম কথা ছিল দুই নম্বরে।

বিল গেটস টয়লেট এক প্রেম কথা সম্পর্কে বলেন, এক নবদম্পতির রোমান্স নিয়ে বলিউড ছবি। যা দর্শককে ভারতের শৌচ-ব্যবস্থা সম্পর্কে শিক্ষিত করছে।

অক্ষয়ের টয়লেট এক প্রেম কথা ছবিটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে। বছরের অন্যতম হিটও।
ছবিটি ১০০ কোটি টাকার ব্যবসাও করেছে। শুধু তাই নয়, শৌচ-ব্যবস্থা নিয়ে ছবি করায় অক্ষয় কুমারকে প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে