বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭, ১০:১৬:৫৩

অনলাইনে আরশি খানের অশালীন কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়েছে

অনলাইনে আরশি খানের অশালীন কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়েছে

বিনোদন ডেস্ক: বিগ বস ১১ -এ নিত্যদিনই নতুন নতুন ঘটনা ঘটে চলেছে। আর সেই ঘটনা ঘিরেই তৈরি হয় নতুন নতুন বিতর্ক দানা বাঁধছে। কিছু ঘটনা শালীনতার সীমা ছাড়িয়ে যাওয়ায় তাকে ঘিরে তুমুল সমালোচনাও চলছে বিগ বস ১১-অর দর্শক মহলে।

তাতে কী! প্রতিযোগীরা আসরে টিকে থাকার লড়াইয়ে কোনও কসরতই ছাড়ছে না। এমনই একজন প্রতিযোগী আরশি খান।

কিছুদিন আগেই আরশি খানের সঙ্গে বিকাশ গুপ্তার অশ্লীল কথাবার্তা নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে কনডম ব্য়বহার নিয়ে আরশি খানকে বার বার বিকাশ গুপ্তার সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে।

যদিও ভিডিও বিকাশ গুপ্তাকে বলতে দেখা গেছে, যে ন্যাশনাল টেলিভশনে এই ধরনের কথা বলা ঠিক নয়। তবুও নিজেকে থামিয়ে রাখেননি আরশি খান।

উল্লেখ্য, এই সপ্তাহে বিগ বস প্রতিযোগীদের মধ্যে আরশি খান ও আকাশ দাদলানির মধ্যে কেউ একজন বাতিল হতে পারেন। তার আগে নিজের পক্ষে ভোট পেতে মরিয়া চেষ্টা টালাচ্ছেন বিগ বসের প্রতিযোগীরা। তবে অতি বিতর্কিত অভিনেত্রী হিনা খান এই সপ্তাহে বিগ বস-এ সেফ জোন -এ রয়েছেন।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে