বিনোদন ডেস্ক: ক্যামেরায় ধরা পড়ল জাস্টিন এবং তার বর্তমান গার্লফ্রেন্ড সোফিয়া রিচির এক অন্তরঙ্গ মূহুর্ত। এরপর থেকেই নেটদুনিয়ায় ছিঃ ছিঃ এর মিছিল হচ্ছে! পাবলিক প্লেসেই খোলামেলা অশ্লীল কাজে লিপ্ত হতে দেখা গেল দু’জনকে। তার থেকে সোফিয়াকে ধুয়ে দিচ্ছে সমালোচকরা।ছবিতে দেখা গিয়েছে, সমুদ্রের ধারে প্রেমিকার সঙ্গে উদ্দাম ঘনিষ্ট অবস্থায় রয়েছেন জাস্টিন।
সূত্রের খবর সোফিয়ার ১৮ তম জন্মদিন সেলিব্রেট করতেই ইউএসএ গিয়েছিলেন জাস্টিন। সেলেনা গোমেজের সঙ্গে ব্রেকআপের পর, বর্তমানে তিনি ডেট করছেন সোফিয়া রিচি নামে এক অষ্টাদশীকে। বেশ কিছুদিন ধরেই জাস্টিন তাঁর বান্ধবীর সঙ্গে তাঁর সোশ্যাল নেটওয়ার্কে অনেক ছবিও আপলোড করছিলেন। তবে সঙ্গে ব্রেক আপ হওয়ার পর তাঁর ফলোয়ারদের সমালোচনার মুখে পড়েন পপ ষ্টার।
অনেকেই “চিটার” বলেও কটাক্ষ করতে থাকে তাঁকে। আর এহেন অপমানে তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দেন। আর তার পর থেকেই পাপারাৎজিরা জাস্টিনের গতিবিধির উপরে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন। আর তখনই এমন এক কান্ড ধরা পড়েছে এক ভক্তের ক্যামেরায়৷ আর সেই ছবি এখন ভাইরাল সোশাল মিডিয়ায়৷ হঠাৎ এমন দৃশ্যের ছবি দেখে বেশ অবাকও হয়েছেন অনেকেই।
এমটি নিউজ/আ শি/এএস