বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭, ১০:২৬:৩০

ঘুরে যাচ্ছে ভাগ্যের চাকা, দেব কি এবার টপকে যাবেন সালমানকে?

ঘুরে যাচ্ছে ভাগ্যের চাকা, দেব কি এবার টপকে যাবেন সালমানকে?

বিনোদন ডেস্ক: গত কয়েক বছর ধরে চিত্রটা একই রকম। ইদের দিন মুক্তি পাচ্ছে সালমান খান, জিৎ ও দেবের ছবি। সলমনের ছবি সারা ভারতের সিনেমা হলে মুক্তি পায়। ব্লকবাস্টার হিটও হয়। আর এদিকে বাংলায় দেব আর জিতের মধ্যে চলে প্রবল যুদ্ধ, বাজার দখলের। কখনও দেব জেতেন, কখনও জিৎ।

এ বছর কিন্তু খেলাটা বদলাচ্ছে। এই প্রথম ছ’টি ভারতীয় ভাষায়  মুক্তি পাচ্ছে ‘আমাজন অভিযান’। রিলিজের বাকি মাত্র দু’দিন। অ্যাডভান্স বুকিংয়েই তার স্পষ্ট প্রতিফলন। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে দেবের ছবির টিকিট। একই চিত্র অনলাইনেও। অন্যান্য ভাষায় ডাবিং হওয়ার জন্যেই ‘আমাজন অভিযান’ দেখতে ভিড় করছেন ভিন্ন ভাষাভাষী দর্শকও। এঁদের মধ্যে অনেকেই আগে কখনও দেবের ছবি দেখেননি।

বাজার দখলের ময়দানে যে সলমন খানের তীব্র প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন দেব, সেটার আঁচ পাচ্ছে বলিউডও। প্রথম তিন দিনের পর ওয়র্ড অফ মাউথ পাবলিসিটির উপরও ভরসা রাখছেন প্রযোজক। কারণ, এই ব্যাপারে সফল হলে সত্যিই স্বপ্নপূরণের রাস্তায় হাঁটতে পারবেন দেব। হাঁটবে বাংলা ছবিও। আপাতত দেখে নেওয়া যাক ‘টাইগার জিন্দা হ্যায়’ ও ‘আমাজন অভিযান’ ছবির ট্রেলার।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে