বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭, ০৫:০১:০৪

সেই গুঞ্জন সত্যি না-কি! গোপনে হাসপাতালে গেলেন কেন বিপাশা-করণ?

সেই গুঞ্জন সত্যি না-কি! গোপনে হাসপাতালে গেলেন কেন বিপাশা-করণ?

বিনোদন ডেস্ক: বিয়ে হয়েছে দেড় বছর। সিনেমায় সেভাবে আর দেখা যায়নি বিপাশা বসুকে। দেড় বছর ধরে সংসার করছেন তিনি। তবে কী এবার নতুন কোনও খবর শোনার পালা? বিপাশার মা হওয়া নিয়ে শুরু হয়েছে এমনই আলোচনা।

গতকাল বিপাশা ও তাঁর স্বামী করণ সিং গ্রোভারকে মুম্বাইয়ের খার এলাকার এক হাসপাতালের সামনে গাড়ি থেকে নামতে দেখা যায়। কী কারণে হাসপাতালে আসা, তা না জানা যায়নি। এক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কয়েকদিন আগে এক ম্যাগাজিন সংস্থা দাবি করেছিল, মা হয়ে চলেছেন বিপাশা। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়।

তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিপাশা বসুর মুখপাত্র। তিনি জানাচ্ছেন, বিপাশা বসুর মা হওয়ার খবর একেবারে অসত্য। এটা খুব সংবেদনশীল বিষয়।
এই ধরনের গুজব খুব খারাপ রুচির পরিচায়ক। অবশ্য আরেক সংবাদমাধ্যমের দাবি, অসুস্থ করণকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হাসপাতালে গিয়েছিলেন বিপাশা। ২০১৬ সালের এপ্রিলে করণের সঙ্গে বিয়ে করেন বিপাশা। তাঁদের একসঙ্গে অ্যালন ছবিতে প্রথম দেখা গিয়েছিল। পরে তাঁরা কন্ডোমের বিজ্ঞাপন করেন।
এমটি নিউজ/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে