বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭, ০৮:০২:৩৮

কোন সুন্দরী নারীকে খুঁজে পেলেন প্রভাস? প্রকাশ্যেই ডাকলেন সুইটি বলে!

কোন সুন্দরী নারীকে খুঁজে পেলেন প্রভাস? প্রকাশ্যেই ডাকলেন সুইটি বলে!

বিনোদন ডেস্ক: ‘বাহুবলী টু’-তে পর্দায় তাঁদের হাজিরা যে দর্শকদের মধ্যে মাদকতা ছড়িয়েছিল, তা প্রমাণিত। 'বাহুবলী টু'-এর দমদার ব্যবসার পর এবার 'সাহো'-র শুটিংয়ে মন দিয়েছেন প্রভাস। এবং অনুষ্কা মন দিয়েছেন 'বাগমতি'-তে। সম্প্রতি বাগমতি র টিজারও মুক্তি পেয়েছে।

অনুষ্কার ওই সিনেমার টিজার মুক্তি পাওয়ার পরই অনুষ্কা শেঠিকে অভিনন্দন জানিয়েছেন প্রভাস। আর সেখানে দক্ষিণি অভিনেত্রীকে কি নামে ডাকলেন প্রভাস জানেন?

তাহলে দেখুন প্রভাসের এই ফেসবুক পোস্ট... ওই ফেসবুক পোস্টে অনুষ্কাকে ‘সুইটি’ বলে সম্মোধন করে তাঁকে অভিনন্দন এবং শুভেচ্ছাও জানিয়েছেন দক্ষিণি সুপারস্টার প্রভাস।

'বাহুবলী টু'-তেই শুধু নয়, এর আগেও একাধিক দক্ষিণি সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছেন প্রভাস এবং অনুষ্কা শেঠিকে। তবে ‘মহেন্দ্র বাহুবলী’ এবং ‘দেবসেনা’-র ছোঁয়ায় এস এস রাজামৌলির সিনেমা বিশ্বজুড়ে কয়েক হাজার কোটির ব্যবসা করে ফেলে অনায়াসে। এরপর থেকেই প্রভাস এবং অনুষ্কার রসায়ন নিয়ে শুরু হয় জোর গুঞ্জন।
এমটি নিউজ/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে