শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭, ০৩:০৫:৫৫

একসঙ্গে দুই প্রজন্মের দুই অভিনেত্রী!

 একসঙ্গে দুই প্রজন্মের দুই অভিনেত্রী!

বিনোদন ডেস্ক: বছরের শেষ সিনেমা হিসেবে ২৯ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘গহীন বালুচর’। বদরুল আনাম সৌদের পরিচালনায় এ ছবিতে অভিষেক হতে যাচ্ছে নীলাঞ্জনা নীলার। তাকে নিয়ে দর্শক আগ্রহ টের পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমে।

সম্প্রতি অনলাইনে ভাইরাল হয়েছে এ নবাগতের একটি স্থিরচিত্র। সেখানে তার সঙ্গে দেখা যায় একসময় ঢালিউড শাসনকারী নায়িকা শাবনূরকে।

দুই প্রজন্মের দুই অভিনেত্রীর দেখা হয় কোনো এক অনুষ্ঠানে। আর শাবনূরের সঙ্গে ছবি তোলার সুযোগ হারাতে চাইলেন না নীলা।

তিনি জানান, শাবনূরের সিনেমা ও সিনেমার গান দেখে বড় হয়েছেন। তাই এ নায়িকাকে সামনাসামনি দেখার আগ্রহ সবসময় ছিল। ছবি তোলার সুযোগ পেয়ে দারুণ আনন্দিত। সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘গহীন বালুচর’। এ সিনেমায় নীলার নায়ক হয়েছেন তানভীর।

এদিকে অনেকদিন বড়পর্দায় নেই শাবনূর। মাতৃত্বজনিত কারণে প্রথমে বিরতি নেন তিনি। পরে মুটিয়ে যাওয়ায় নিয়মিত হননি। সম্প্রতি পুরনো ফিটনেস ফিরে পেতে কসরত করছেন ‘চাঁদনী রাতে’ নায়িকা। সব কিছু পরিকল্পনা মতো চললে নতুন বছরে মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ সিনেমার মাধ্যমে কামব্যাক হবে শাবনূরের।
২২ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে