বিনোদন ডেস্ক: জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল নিয়মিত মেডিক্যাল চেকআপের জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন। আগামী ৫ জানুয়ারি হার্টের ডাক্তার দেখাতে সিঙ্গাপুর যাবেন বলে জানিয়েছেন ‘চাচ্চু’ খ্যাত এই অভিনেতা।
এ ব্যাপারে ডিপজল বলেন, ‘সকলের দোয়া ও ভালোবাসায় এখন সুস্থ আছি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চেকআপের জন্য আবারো সিঙ্গাপুর যেতে হচ্ছে। সিঙ্গাপুরে যাবার আগে ২৯ ডিসেম্বর ব্যাংকক যাবো। সেখানে গিয়ে কানের ডাক্তার দেখাব। এরপর ৫ জানুয়ারি হার্টের ডাক্তার দেখাতে সিঙ্গাপুর যাব।
চলতি বছরের সেপ্টেম্বরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারি করা হয়। এরপর সুস্থ হয়ে নভেম্বরের শুরুতে দেশে ফেরেন এ অভিনেতা।
ডিপজল ১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। ছবিটি পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। মুক্তি পায় ১৯৯৩ সালে।
ওই ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন ডিপজল। পরবর্তীতে খলনায়ক হিসেবে অভিনয় করে পরিচিতি পান। এ অভিনেতা ‘চাচ্চু’ ছবির মাধ্যমে ফের ইতিবাচক চরিত্রে অভিনয় শুরু করেন। তখন থেকেই সিনেমাপ্রেমীদের মনে জায়গা করেন নেন ডিপজল।
ডিপজল অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’। এতে তার বিপরীতে ছিলেন মৌসুমী। পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস