শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭, ০৪:০৭:০২

আড়াই কোটির প্রস্তাব ফিরিয়ে আলিয়া বললেন 'অর্থের বিনিময়ে নাচি না'

আড়াই কোটির প্রস্তাব ফিরিয়ে আলিয়া বললেন 'অর্থের বিনিময়ে নাচি না'

বিনোদন ডেস্ক: আলিয়া ভাট বেশ কয়েকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত এখন। এসব ছাড়াও মুম্বইয়ের একটি ফাইভ স্টার হোটেলের নিউ ইয়ার পার্টির বড় আয়োজনে এবার পারফরম্যান্সের ডাক পেয়েছিলেন আলিয়া।

শুধু তাই নয়, ৪০ মিনিট পারফরম্যান্সের জন্য তাকে প্রস্তাব করা হয় আড়াই কোটি রুপি। কিন্তু অবাক করার বিষয় হলো সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। নিউ ইয়ার পার্টিতে অর্থের বিনিময়ে নাচার কোনও ইচ্ছে নেই বলেও পরিস্কার জানিয়ে দিয়েছেন তিনি।

এ বিষয়ে আলিয়া বলেন, আমি গত কয়েক বছরে কোনো নিউ ইয়ার পার্টিতে অর্থের বিনিময়ে পারফর্ম করিনি। আমি কেবল অভিনয় করেই যেতে চাই। এ ধরনের শো করার ইচ্ছে নেই আমার। এ কারণেই এ প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছি আমি। কোনো নিউ ইয়ার পার্টিতে আমি কখনোই নাচবো না, যদি সেটা অর্থের বিনিময়ে হয়।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে