শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭, ০৫:৫৮:৪৪

বিয়ে পরবর্তী পার্টিতে নেচে গেয়ে অতিথি মাতালেন বিরাট-আনুশকা

বিয়ে পরবর্তী পার্টিতে নেচে গেয়ে অতিথি মাতালেন বিরাট-আনুশকা

বিনোদন ডেস্ক: ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় গত ১১ ডিসেম্বর বিয়ে করলেন বিরাট কোহলি এবং আনুশকা শর্মা। চার বছরের দীর্ঘ প্রেমের পর বেশ গোপনীয়তার মধ্যে বিয়ে করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বলিউড অভিনেত্রী। ইতালির তাস্কানিতে বিয়ে এবং হানিমুন সেরে নিজেদের দেশে রিসেপশন পার্টির আয়োজন করা হল গতকাল। সেই অনুষ্ঠানে বিয়ে পরিবর্তী আয়োজনে নেচে গেয়ে মঞ্চ মাতালেন বিরুস্কা দম্পতি।

গোপনে বিয়ে সারলেও রিসেপশনে কোনও কমতি রাখেননি তারা। দিল্লিতে আয়োজন হল এই রিসেপশন। ভারতের অন্যতম বিলাসবহুল হোটেল তাজ ডিপলোম্যাটিক এনক্লেভে আয়োজন করা হয় রিসেপশন পার্টির। তাদের অনুষ্ঠানে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি-সব রাজনীতি ও ক্রীড়া জগতের বিশিষ্টরা।

অতিথি আপ্যায়ণের পালা শেষ হতেই নিজেদের মতো করে আনন্দে মেতে উঠলেন এই নবদম্পতি। একের পর এক চলল পাঞ্জাবি গান। আর তার সঙ্গে আগুন ধরানো নাচ নাচলেন আনুশকা। নববধূর সঙ্গে কখনও শিখর ধাওয়ান নাচছেন তো কখনও বিরাট। টাকার নোট মুখে ধরে নাচলেন, কখনও টাকা উড়িয়ে নাচলেন অনুষ্ঠানে হাজির বন্ধুবান্ধবরা। বৃহস্পতিবার বিরুস্কার সেই রিসেপশনের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়।

সব্যসাচী মুখার্জির ডিজাইন করা পোশাকে বর-কনে বেশে হাজির হন আয়োজনে। সোনালি জরির কাজ করা লাল বেনারসি ও কপালে চওড়া সিঁদুরে আনুশকা ছিলেন ট্র্যাডিশনাল বধূর বেশে। দিল্লিতে আয়োজিত রিসেপশনে সব্যসাচীর ডিজাইন করা আনুশকার 'হেরিটেজ ব্রাইডাল কালেকশন'-এর দাম ২৫-৩০ লক্ষ রুপি। অন্যদিকে বিরাট কালো কোট-শালের কম্বিনেশনে রাজকীয় বেশে হাজির হন।

২০১৪ সালের একটি শ্যাম্পু অ্যাড করার সময় প্রথম দেখা হয় বিরাট ও আনুশকার। আর সেখান থেকে শুরু হয় প্রেম। মাঝে মাঝে ক্রিকেট মাঠে উপস্থিত থাকতেন আনুশকা। যদিও মাঝে একবার তাদের ব্রেকআপের কথা শোনা গিয়েছিল। কিন্তু পরে এক সাক্ষাৎকারে বিরাট নিজেই আনুশকার সঙ্গে প্রেমের কথা স্বীকার করে নেন। অপরদিকে আনুশকাও বিরাটের ব্যাপারে তার অনুভূতির কথা জানান। এরপর তারা ভক্তদের কাছে ‘বিরুস্কা’ নামে পরিচিত হন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে