বিনোদন ডেস্ক: বিয়েটা লুকিয়ে করলেও, দিল্লির রিসেপশনে কিন্তু গর্জাস সাজে প্রকাশ্যে হাজির হয়েছেন নববধূ অনুষ্কা শর্মা কোহলি। বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের করা ডিজাইনার লাল শাড়ি ও গয়নায় মোহময়ী দেখাচ্ছিল অনুষ্কাকে।
তবে রিসেপশনে অনুষ্কা যে গয়না পরেছেন তার দাম কত জানেন? 'টাইমস নাউ'-সূত্রে খবর দিল্লির রিসেপশনে সব্যসাচীর ডিজাইন করা অনুষ্কার ওই 'হেরিটেজ ব্রাইডাল কালেকশন'-এর দাম নাকি ২৫-৩০ লক্ষ টাকা।
তবে বিরুষ্কার যে বিলাস বহুল বিয়ের ক্ষেত্রে এমূল্য হয়ত নগণ্যই। প্রসঙ্গত, ইনস্টাগ্রামে বিরুষ্কার রিসেপশন লুকে বিশেষ ব্যাখ্যা করেছেন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।
এমটি নিউজ/আ শি/এএস