শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭, ০৮:২৫:২৯

তাঁর প্রকৃত নামের মজাদার একটা কাহিনী আছে!

তাঁর প্রকৃত নামের মজাদার একটা কাহিনী আছে!

বিনোদন ডেস্ক: অবশেষে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাকে জানাতে হল যে তাঁর প্রকৃত নাম প্রীতম সিংহ জিন্টা নয়। আর কেন একথা প্রীতিকে জানাতে হল, তার একটা মজাদার কাহিনীও আছে।
আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা খবর ভাইরাল হয়েছিল যে, প্রীতি জিনতার প্রকৃত নাম প্রীতম সিংহ জিনতা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার আগে সেই নাম বদলে নেন প্রীতি। এবার সেই খবরের সত্যতা খারিজ করলেন প্রীতি।

প্রীতি ট্যুইট করে বলেছেন, এই খবরের কোনও সত্যতা নেই। ট্যুইটে #ফেকনিউজ ও #বঁচাও যোগ করে একটি মজার ঘটনা জানিয়েছেন। প্রীতি লিখেছেন, 'সোলজার' সিনেমার শ্যুটিংয়ের সময় ববি দেওল তাঁর ওই নাম দিয়েছিলেন। কারণ, একদল ছেলের ভিড়ে তিনিই ছিলেন একমাত্র মেয়ে। সিনেমা হিট হয়, সেইসঙ্গে ওই নামটাও।

প্রীতি লিখেছেন, 'সোলজার' সিনেমার শ্যুটিংয়ের সময় ববি দেওল তাঁর ওই নাম দিয়েছিলেন। কারণ, একদল ছেলের ভিড়ে তিনিই ছিলেন একমাত্র মেয়ে। সিনেমা হিট হয়, সেইসঙ্গে ওই নামটাও।
উল্লেখ্য, ১৯৯৮-এর সিনেমা 'সোলজার'-এর পরিচালক ছিলেন আব্বাস মস্তান। ওই বছর সবচেয়ে বেশি ব্যবসা করা সিনেমার তালিকায় চার নম্বরে ছিল 'সোলজার'।

এই অনুরাগী জানান, প্রীতি জিনতার নাম উইকিপিডিয়াতেও প্রীতম সিংহ জিনতা। এর জবাবে তৃতীয় ট্যুইটে প্রীতি লিখেছেন, ইন্টারনেট বা উইকিপিডিয়ায় দেওয়া সব তথ্য সবসময় ঠিক হয় না। তিনি লিখেছেন, এ ব্যাপারে যাই কিছু বলা হোক না কেন, আমার নাম প্রীতি জিনতা।  

ফিল্ম 'চোরি চোরি, চুপকে চুপকে'-তে সলমনের সঙ্গে কাজ করেছিলেন প্রীতি। সেই সলমনের আগামী সিনেমা 'টাইগার জিন্দা হ্যায়'-এর পোস্টারের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'যেভাবে টাইগার জিন্দা হ্যায় সেভাবে প্রীতি জিনতা হ্যায়'।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে