শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭, ১০:৩২:৪৫

এবার পরীর ঘরে জায়েদ!

এবার পরীর ঘরে জায়েদ!

বিনোদন ডেস্ক: শিরোনাম দেখে মনে হতে পারে পরীমণির ঘরে জায়েদের আবার কী? কিন্তু ঢালিউড অভিনেতা জায়েদ খান সত্যি সত্যিই তার 'অন্তর জ্বালা'র নায়িকা পরীমণির ঘরে যাচ্ছেন। তবে বসতঘরে নয়, তার চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানে।

বৃহস্পতিবার এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পরিচালক মালেক আফসারী। পরী-জায়েদ জুটির 'অন্তর জ্বালা' ছবির পরিচালকও তিনি। সেই ছবিটি প্রযোজনা করেন জায়েদ খান। এবার প্রোডাকশন হাউজ খুলতে যাচ্ছেন পরীমণি। আর এই হাউজের প্রথম ছবিতে অভিনয় করবেন জায়েদ খান।

মালেক আফসারী তার স্ট্যাটাসে লিখেছেন, ছুটিতে এসে ভাবলাম কিছুদিন বেড়াবো। তা আর হলো না। আবার কাজে ফিরে যেতে হবে। ২০১৮তে আমাকে দুটি ছবি করতে হবে। একটি জেড কে প্রোডাকশন অন্যটি পরীমণি প্রোডাকশনের। জানুয়ারিতে শ্যুটিং।

স্ট্যাটাসটির সূত্র ধরে যোগাযোগ করা হয় পরীমণির সঙ্গে। তিনিও প্রোডাকশন হাউজ খোলার সত্যতা নিশ্চিত করেছেন।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে