স্পোর্টস ডেস্ক: রিচার্ড পাইবাস, ফিল সিমন্স, জিওফ মার্শ, গ্যারি কার্স্টেন, সর্বশেষ তালিকাতে যুক্ত হয়েছে নিল ম্যাকেঞ্জির নাম। বাংলাদেশের ক্রিকেট আকাশে ভেসে বেড়াচ্ছে এই নামগুলোই। এদের মধ্য থেকে কে হবেন টাইগারদের প্রধান কোচ! কে হবেন ব্যাটিং কোচ? এরই মধ্যে গ্যারি কার্স্টেনকে জাতীয় দলের উপদেষ্টা হিসেবে চাইছে বিসিবি। আর নিল ম্যাকেঞ্জির নাম শোনা যাচ্ছে ব্যাটিং কোচ হিসেবে। গ্যারির সঙ্গে কথা হচ্ছে তা নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তবে তিনি ব্যাটিং কোচ নিয়োগের কথা বললেও তার নাম বলেননি।
সে কারণেই ম্যাকেঞ্জির নাম শোনা গেলেও এখনো তা নিয়ে মুখ খুলতে রাজি নয় কেউই। গতকাল বিসিবি’র সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনও এড়িয়ে গেলেন বিষয়টি। তিনি বলেন, ‘আমরাতো কত জনের সঙ্গেই কথা বলছি। তিনি (ম্যাকেঞ্জি) তো নাও হতে পারেন। যদি কেউ তার নাম লিখে থাকে বা বলে থাকে সেটির দায়িত্ব তাদের।’ প্রধান কোচ নিয়ে ধীর গতিতে ও অনেক বুঝেই এগিয়ে যাচ্ছে বিসিবি। যে কারণে একটি সূত্রে জানা গেছে অন্তত মার্চের আগে প্রধান কোচ নিয়োগের সম্ভাবনা ক্ষিণ। অবশ্য তার আগে দুই একজন কোচিং স্টাফ আসতে পারে জাতীয় দলের সঙ্গে। এর মধ্যে ব্যাটিং কোচ পাওয়া অনেকটাই নিশ্চিত।
শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আগামী ১৫ই জানুয়ারি শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। এরপর লঙ্কানদের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে।
যেখানে টাইগারদের আরেক প্রতিপক্ষের নাম হাথুরুসিংহে। কারণ সদ্য বাংলাদেশ ছেড়ে তিনি যোগ দিয়েছেন নিজ দেশ শ্রীলঙ্কার কোচ হিসেবে। তার বিদায়ের পর থেকেই প্রধান খোঁজা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু মাশরাফি ও সাকিবরা কবে পাবেন কোচ? বিসিবি’র তিন পরিচালকের সঙ্গে কথা বলে গতকাল কোচ নিয়ে কোনো সুস্পষ্ট মন্তব্য শোনা গেল না। মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘কোচ নিয়ে কথাতো চলছেই। সব কথাতো আর মিডিয়ার সামনে বলা যায় না। সময় হলে আমরা জানাবো।
তবে যতটা বলতে পারি এখন পর্যন্ত কোন কিছুই চূড়ান্ত হয়নি। হলেও তা ডিসেম্বর মাস শেষ হোক তার পর। এককথায় কোচ যদি আসে, সেটি সিরিজের আগেই হবে।’ এমনটাই অবশ্য ধারণা করা হচ্ছিল যে হয়তো লঙ্কা সিরিজে নতুন বিদেশি কোনো কোচই থাকবেন না। ম্যানেজার খালেদ মাহমুদ সুজন অথবা বর্তমান সহকারী কোচ রিচার্ড হ্যালস্যাল অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাতে পারেন। কারণ নয়া কোচ সিরিজের আগে চূড়ান্ত হলেও তার দায়িত্ব বুঝে নিতেও সময় লাগবে।
বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানেরও কোচ নিয়ে একই সুর। যদিও কোচের বিষয়টা তার কমিটির ঘাড়ে। এরপরও তিনি কোচ বিষয়ে বারবারই বললেন বিসিবি প্রধানের সিদ্ধান্তের কথা। তিনি বলেন, ‘আসলে এখনো কোচের বিষয় চূড়ান্ত হয়নি। খুব দ্রুত হবে তাও বলা যাচ্ছে না। বিসিবি সভাপতি সিদ্ধান্ত নিবে কবে কোচ আসবে।’ বিসিবিতে সাক্ষাৎকার দিয়ে গেছেন সাকিব-তামিমদের সাবেক কোচ রিচার্ড পাইবাস। আগের মেয়াদের তার হঠাৎ করে ছেড়ে যাওয়া ও নানা বির্তকের কারণে কোচ হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষিণ। এছাড়াও আয়ারল্যান্ড ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ ফিল সিমন্স বিসিবি’র সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন। সব শেষ তিনি জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ হলে নিজেদের পরিকল্পনার কথা।
তবে কোচ চূড়ান্ত হওয়ার আগে, জাতীয় দলের পরামর্শক বা উপদেষ্টা হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গ্যারি কার্স্টেনকে নিয়োগ দিতে চায় বিসিবি। ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর কোচিংকে পেশা হিসেবে বেছে নেন কার্স্টেন। ইংল্যান্ডে জন্ম নেয়া কার্স্টেন, ভারতীয় বিশ্বকাপজয়ী দলের কোচের দায়িত্ব পালন করেছেন। গ্যারি কার্স্টেনের বিষয়ে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, নতুন কোচের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আলাপ-আলোচনা চলছে। তবে গ্যারি কার্স্টেনকে আমরা পরামর্শক হিসেবে নিয়োগ দিতে চাইছি। তবে এ ব্যাপারে এখনও কিছু চূড়ান্ত হয়নি।’
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক জানালেন ভিন্ন তথ্য। তার সূত্র মতে এখন পর্যন্ত যারা এসেছেন বা যাদের নাম আলোচনা হয়েছে তাদের মধ্যে কারও কোচ হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, ‘এখন পর্যন্ত যতজনের নাম শুনেছেন তাদের মধ্যে হয়তো কারো হওয়ার সম্ভাবনা নেই। কোচ হতে পারে হয়তো নতুন একজন। আমি যতটুকু জানি আলোচনা চলছে। জানুয়ারি বা ফেব্রুয়ারির আগে কোচ নিয়োগের সম্ভাবনা অনেক কম।’
এমটি নিউজ/আ শি/এএস