শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭, ১১:৫০:১৮

ডিভোর্স সিদ্ধান্ত বদলে আবার এক হচ্ছেন শাকিব-অপু!

ডিভোর্স সিদ্ধান্ত বদলে আবার এক হচ্ছেন শাকিব-অপু!

বিনোদন ডেস্ক: দাম্পত্য জীবনের জটিলতা কাটিয়ে বহুল আলোচিত তারকাজুটি শাকিব খান ও অপু বিশ্বাসের সংসারে আলোর রেখা দেখা দিয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হস্তক্ষেপে তারা আবারও একসঙ্গে পথ চলতে সম্মত হয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ইতোমধ্যে তারা শাকিব-অপুর সঙ্গে কথা বলেছেন। তাদের কিছু দাবি-দাওয়া আছে। সেগুলো নিয়েও কথা চলছে। আশা করছি, তাদের আবার মিলন ঘটবে। হুট করে তালাক হয়ে যায় না। তিন মাস সময় আছে। এর মধ্যে কিছু সময় পার হয়েছে। বাকি সময়ের মধ্যে একটা সুখবর আসবে বলে আশা করছি।

অন্য একটি সূত্র জানায়, শাকিব-অপুর সংসার টিকিয়ে রাখতে ইতিমধ্যে কয়েকজন মধ্যস্থতাকারী দফায় দফায় তাদের সঙ্গে আলোচনায় বসছে। কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি। দুজনের দাবি-দাওয়া নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

সূত্রটি আরও জানায়, তবে আশার কথা হচ্ছে তারা দুজনেই আবার একসঙ্গে পথ চলতে সম্মত রয়েছেন। কিন্তু এ ক্ষেত্রে তাদের দুই পক্ষ থেকেই কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলোর ব্যাপারে তারা যদি ছাড় দেয়, তাহলে শিগগিরই দুজনের মিলন ঘটবে।

জানা যায়, অপু বিশ্বাসকে তালাকনামা পাঠানোর আগেও কয়েকজন বিষয়টি মিটমাট করার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি।

বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আরও জানা যায়, শাকিব খান-অপু বিশ্বাসের সঙ্গে আলোচনাকালে যখন কেউ সিদ্ধান্ত মানতে একমত হচ্ছিলেন না, তখন অপু দাবী করেন, তাকে ৫ কোটি টাকা দিতে হবে। অন্যদিকে শাকিব খান দেন মোহরে ধার্যকৃত ৭ লাখ ১ টাকাই দেওয়ার কথা বলেন।

এ বিষয়ে শাকিব খানের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, শাকিব খান যেভাবে চান অপু বিশ্বাস সেভাবে চলেন না। তিনি নিজের ইচ্ছাকেই বেশি প্রাধান্য দেন। এ কারণে শাকিব খানকে বিচ্ছেদের মতো একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এখন দেখা যাক সামনে কি ঘটে।

২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রের মাধ্যমে জুটি বাঁধেন শাকিব-অপু। এরপর তারা একসঙ্গে জুটি হয়ে ৫৬টি চলচ্চিত্রে অভিনয় করেন। দীর্ঘদিনের প্রেমের সফল পরিণতি হিসেবে ২০০৮ সালে তারা ঘর বাঁধেন। গত বছর তাদের কোলজুড়ে আসে একটি ফুটফুটে সন্তান আব্রাম খান জয়। কিন্তু নানা মনোমালিন্যের জেরে ৪ ডিসেম্বর অপু বিশ্বাসকে ডিভোর্স লেটার পাঠান শাকিব খান। সূত্র- একুশে টিভি!
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে