শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০৫:২২

‘‌টাইগার জিন্দা হ্যায়’‌ সম্পর্কে ৫টি অজানা তথ্য

‘‌টাইগার জিন্দা হ্যায়’‌ সম্পর্কে  ৫টি অজানা তথ্য

বিনোদন ডেস্ক: মুক্তির প্রথম দিনেই ভারতজুড়ে দারুণ সাড়া ফেলে দিয়েছে সালমান খান-ক্যাটরিনা কাইফ অভিনীত ‘‌টাইগার জিন্দা হ্যায়।’‌ আমাদের আজকের এই প্রতিবেদন থেকে এবার জেনে নেওয়া যাক, এই ছবি সম্পর্কে না জানা কিছু তথ্য-

১। প্রথমে এই ছবিকে  'এক থা টাইগার'-এর সিক্যুয়াল হিসেবে ভাবা হয়নি।

২। একই নামে একটি মালয়লম ছবিও আছে। কিন্তু সেটি সুপারফ্লপ

৩। সিক্যুয়াল হবে, সেটা ঠিক করার আগে থেকেই তার বিপরীতে ক্যাটরিনাকে চেয়েছিলেন সালমান।

৪। ছবির গল্প একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে। ২০১৪ সালে ৪৬ জন নার্সকে অপহরণ করে আইএস।

৫। মুক্তির দুটদিন আগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা হুমকি দেয় থাকে যে, দু’‌টি মারাঠি ছবিকে হলে জায়গা না দিয়ে যদি ‘‌টাইগার জিন্দা হ্যায়’‌ দেখানো হয় ,তাহলে পরিণাম ভাল হবে না।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে