যুদ্ধশিশু ও চিত্রশিল্পীর গল্প ‘সবুজ কাহিনী’ নিয়ে আসছেন মৌ
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : যুদ্ধশিশু ও চিত্রশিল্পীর প্রেমের গল্প নিয়ে নির্মিত হলো টিভি নাটক ‘সবুজ কাহিনী’। পরিচালনা করেছেন সুমন আনোয়ার।
নাটকে যুদ্ধশিশুর ভুমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম আর চিত্রশিল্পীর ভুমিকায় সাদিয়া ইসলাম মৌ।
পরিচালক জানান, চারুকলায় পড়ার সময় সহপাঠী একটি ছেলের সঙ্গে সম্পর্ক হয় মেয়েটির। একসময় তা ভেঙে যায় ছেলেটির কারণে। এরপর অনেক দিন দু’জনের দেখা নেই।
এর মধ্যে তারা দু’জনই চিত্রশিল্পী হিসেবে সুনাম অর্জন করে। একটা সময় দু’জনের দেখা হয় প্রদর্শনীতে। শুরু হয় নতুন করে যোগাযোগ। পুরনো সম্পর্ক জোড়া দিতে চায় মেয়েটি। কিন্তু ছেলেটি রাজি নয়।
এমনই এক গল্প নিয়ে নাটক ‘সবুজ কাহিনী’।
গল্পটি লিখেছেন আসমা আক্তার নামে এক দর্শক। আসছে বিজয় দিবসে এটি একটি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান পরিচালক।
১৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ