শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭, ০৩:১৩:৩৯

মুক্তির পর এ পর্যন্ত কত আয় করল ‘টাইগার জিন্দা হ্যায়’?

মুক্তির পর এ পর্যন্ত কত আয় করল ‘টাইগার জিন্দা হ্যায়’?

বিনোদন ডেস্ক : গত জুনে মুক্তি পায় সালমান খান অভিনীত সিনেমা টিউবলাইট। তবে দর্শকের মাঝে খুব একটা সাড়া ফেলতে পারেনি এটি। তাই এ অভিনেতার টাইগার জিন্দা হ্যায় নিয়ে ভক্তদের প্রত্যাশা একটু বেশিই। মুক্তির পর এ পর্যন্ত কত আয় করল ‘টাইগার জিন্দা হ্যায়’?

বড়দিন উপলক্ষে ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে সালমান-ক্যাটরিনা কাইফ অভিনীত এ সিনেমাটি। ভারতে ৪ হাজার ৬০০ এবং ভারতের বাইরে ১ হাজার ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি। প্রথম দিন প্রায় প্রতিটি প্রেক্ষাগৃহ ৯০ শতাংশ দর্শক ছিল। আর মুক্তির প্রথম দিনে শুধু ভারতীয় বক্স অফিসে টাইগার জিন্দা হ্যায় আয় করেছে প্রায় ৩৬ কোটি রুপি। এ ছাড়া ভারতের বাইরে আয় করেছে প্রায় ৯ কোটি রুপি। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায়। সিক্যুয়েলের প্রথম সিনেমাটি মুক্তির দিনে আয় করেছিল ৩২.৯৩ কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষকরা মনে করছেন খুব শিগগির একশ কোটির মাইলফলক ছাড়িয়ে যাবে দ্বিতীয় সিনেমাটি। বক্স অফিস বিশ্লেষক আমোদ মেহরা বলেন, ‘আমি নিশ্চিত টাইগার জিন্দা হ্যায় এ বছর বলিউডের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা হবে। প্রাথমিকভাবে জানা গেছে প্রথমদিনেই সিনেমাটি ৩০ কোটি রুপি আয় করেছে এবং তিনদিনেই একশ কোটি ছাড়িয়ে যাবে। রোববার এটি বড় ধরণের ব্যবসা করবে। আর বোনাস হিসেবে সোমবার ছুটির দিন তো রয়েছেই।’

পরিবেশক-প্রদর্শক অক্ষয় রাথি বলেন, ‘সালমান ভক্তদের জন্য এটি বড়দিন ও নতুন বছরের উপহার। তিনি এমন চরিত্রে অভিনয় করেছেন যা তার ভক্তরা অনেকদিন ধরেই দেখতে চাইছিলেন। অগ্রিম টিকেট বুকিংয়ের সংখ্যাও উল্লেখ করার মতো। ইতোমধ্যে অনেকেই সিনেমাটি দেখেছেন এবং অন্যদের দেখার পরামর্শ দিচ্ছেন।’

এখন পর্যন্ত চলতি বছর বলিউডের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা গোলমাল এগেইন। অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, পরিণীতি চোপড়া, টাবু অভিনীত সিনেমাটি ৩০০ কোটি রুপির উপরে আয় করেছে। এটি পরিচালনা করেছেন রোহিত শেঠি।
২৩ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে