বিনোদন ডেস্ক : প্রকৃত নাম ক্যাটরিনা টার্কুট ,যিনি আমাদের সকলের কাছে ক্যাটরিনা কাইফ হিসেবে পরিচিত। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ এই অভিনেত্রী ও সাবেক মডেল তারকা বর্তমানে বলিউডে একের পর নতুন নতুন ব্যাবসাসফল ছবি উপহার দিয়ে যাচ্ছেন। এছাড়া তিনি তেলেগু ও মালায়ালাম সিনেমাতেও অংশগ্রহণ করছেন। ছবিতে আপন ৩ বোনের সাথে ক্যাটরিনা কাইফ।
তিনি ইস্টার্ন আই সাময়িকীর পাঠকদের ভোটে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত পরপর তিন বছর বিশ্বের সবচেয়ে আবেদনময়ী এশীয় নারী হিসেবে চিহ্নিত হয়েছেন। জনপ্রিয় এই অভিনেত্রীকে প্রায় দেখা যায়, তার ভেরিফাইড ইনস্ট্রগ্রামে ছবি পোস্ট করতে। গতকাল রাতে দেখা গেছে, তার বোনদের সাথে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার বোনদের সাথে’।
ছবিটি পোস্ট করার পর থেকে ভক্তদের লাইক আর কমেন্টে ভরে যায়। এক ভক্ত লিখেছেন, ‘সত্যিই তুমি অনেক সুন্দর’। আরেক ভক্ত লিখেছেন, ‘আপনাদের জন্য আর্শীবাদ রইলো’।
এদিকে গত বৃহস্পতিবার তিনি ইনস্টাগ্রামে তার দাদিমার সাথে আরেকটি ছবি পোস্ট করেছিলেন। ওই ছবিটিও তার ভক্তদের নজরকাড়ে। বিশেষ করে এটি মেকআপ ছাড়া ছিল বলে ক্যাটরিনার অন্য ছবি থেকে একটু ব্যতিক্রম ছিল। কিন্তু মেকআপ ছাড়াও ক্যাটরিনাকে কম সুন্দর দেখায়নি।
উল্লেখ্য, ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে ভারতীয় বাবা ‘মোহাম্মদ কাইফ এবং ইংরেজ মা ‘সুজানা টার্কুট’ দম্পত্তির সন্তান হিসেবে ক্যাটরিনা কাইফের জন্ম হংকংয়ে। কাইফের ১ ভাই ও ৬ বোন। ক্যাটরিনার শৈশবেই তারা বাবা-মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যায়।
২৩ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর