বিনোদন ডেস্ক: বিয়ে তো বটেই, বিরাট কোহালি-অনুষ্কা শর্মার গ্র্যান্ড রিসেপশনের রেশ এখনও কাটেনি। এর মধ্যেই ভাইরাল হয়েছে এই ছবিটি।
গত ২১ ডিসেম্বর দিল্লিতে রিসেপশন হয়েছে বিরুষ্কার। সেখানেই অনুষ্কার এই ছবিটি তোলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে ছবিটি। যার ক্যাপশনে লেখা রয়েছে, ‘বিরুষ্কার অনুরাগীরা বেবি বিরুষ্কার জন্য অপেক্ষা করছেন। কিন্তু, আপাতত বেবি জোরাবর-ই বেস্ট।’
বিরুষ্কার রিসেপশনে শিখর ধবনের ছেলে জোরাবর অনুষ্কার কোলে ঘুমিয়ে পড়েছিল। শিখরের স্ত্রী আয়েশাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ছবি।
রিসেপশনে পঞ্জাবি মিউজিকের সঙ্গে জমিয়ে নেচেছেন নবদম্পতি। একটি ভিডিওতে দেখা গিয়েছে, জোরাবরকে কোলে নিয়ে নাচছেন বিরাট। পাশে ছিলেন শিখরও।
বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে সেজেছিলেন নবদম্পতি। পঞ্জাবি অনুষ্কা শর্মাকে সব্যসাচী সাজিয়েছেন একেবারে বাঙালি কনের বেশে। লাল বেনারসি, সিঁথি ভর্তি সিঁদুর আর খোঁপায় সাদা ফুলের মেলা... গলাভর্তি আনকাট ডায়মন্ডের চোকার ও কানে ঝুমকো। বিরাট পরেছিলেন সব্যসাচীর ডিজাইন করা সিল্কের ব্ল্যাক বন্ধগলা, যাতে রয়েছে ১৮ ক্যারাটের সোনার বোতাম। সঙ্গে মানানসই সিল্কের ব্রোকেড চুড়িদার। কাঁধে স্টাইল করে রাখা পশমিনা শাল।-আনন্দবাজার
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস