শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭, ০৭:০৫:৫৪

‘হুমায়ূনের ‘কোথাও কেউ নেই’ আমি বাছাই করেছিলাম’

‘হুমায়ূনের ‘কোথাও কেউ নেই’ আমি বাছাই করেছিলাম’

হাসান আহমেদ: ‘সকাল সন্ধ্যা’ দিয়ে শুরু, মাঝে ‘ঢাকায় থাকি’ এবং সর্বশেষ ‘কোথাও কেউ নেই’। বিটিভির তিনটি কালজয়ী  দর্শক নন্দিত ধারাবাহিক নাটক। বিশেষ করে হুমায়ূন আহমেদ এর লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিকে বাকের ভাইয়ের ফাঁসি ঠেকাতে রাস্তায় নেমেছিলেন সাধারণ মানুষ। রমনা থানায় নিরাপত্তা চাইতে হয়েছিল নাট্যকার হুমায়ূন আহমেদ এবং এর প্রযোজককেও।

বিটিভির স্বর্ণালী ধারাবাহিক তিনটির একটি জায়গায় ভীষণ মিল। এর প্রযোজক বরকত উল্লাহ। নৃত্যশিল্পী ছিলেন তবে তার পরিচয়ের বর্ণাঢ্যতার পুরোটাই বাংলাদেশ টেলিভিশন ঘিরে।

চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘তারকা কথন’ এ এসেছিলেন বাংলাদেশ টেলিভিশনের ৫৩ বছর পূর্তির আগে কিছু কথা বলতে। ২৫ ডিসেম্বর ৫৩ বছর পার করবে বাংলাদেশ টেলিভিশন। অনুষ্ঠান শেষ করে চ্যানেল আই অনলাইনের বিনোদন কক্ষে আসেন এই প্রবীণ টেলিভিশন ব্যক্তিত্ব। সঙ্গে ছিলেন টেলিভিশনের আরেক সফল প্রযোজক এবং পরবর্তীতে উপ মহাপরিচালক পদে অধিষ্ঠিত কামরুন্নেসা হাসান।

‘কোথাও কেউ নেই’ এর স্মৃতি স্মরণ করে বরকতুল্লাহ বলেন, ততদিনে তার তিনটি ধারাবহিক চলে গেছে। ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি, ‘অয়োময়’। যার প্রযোজক অন্যরা। আমি নই। একদিন হুমায়ূন আহমেদ আসেন আমার কাছে। ইচ্ছা প্রকাশ করেন আমার প্রযোজনায় নাটক করবেন। তার ইচ্ছা ভূতের নাটক করবেন। আমি তাকে বললাম, ‘আমার ঘরাণাতো একটু ভারিক্কি। আপনার কিছু উপন্যাস আমাকে দিন। আমি সেখান থেকে বাছাই করে জানাবো। এরপর তিনি আমাকে কিছু উপন্যাস দেন। সেখান থেকে ‘কোথাও কেউ নেই’ বাছাই করেছিলাম আমি।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে বিটিভির উপস্থিতি থাকলেও ইউটিউবে বিটিভি আসছে আগামী ২৫ ডিসেম্বর। এদিন চ্যানেলটির ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ইউটিউবে চ্যানেলটির আনুষ্ঠানিক পথচলার এই কার্যক্রম উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই অনুষ্ঠান লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ইউটিউব চ্যানেলে যাত্রা শুরু হবে।

ইউটিউব চ্যানেলে বিটিভির চলমান সব অনুষ্ঠান থাকবে। পাশাপাশি থাকবে আগের সব নাটক, গান ও ম্যাগাজিন অনুষ্ঠানের মূল কপি। প্রাথমিকভাবে চ্যানেলে যোগ হচ্ছে ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’, ‘বহুব্রীহি’, সংশপ্তক, ‘এইসব দিনরাত্রি’, ‘ঢাকায় থাকি’।   বিটিভির আর্কাইভে সংরক্ষিত সব অনুষ্ঠানই পর্যায়ক্রমে ইউটিউব চ্যানেলে যুক্ত হবে।
চ্যানেল আই অনলাইন বিনোদন কক্ষে বরকতুল্লাহ এবং কামরুন্নেসা হাসান

এ প্রসঙ্গে বরকত উল্লাহ বলেন, এটা খুব ভালো সিদ্ধান্ত। ’ তিনি আরো বলেন, ‘আমরা যে খুব অসাধারণ কিছু করেছি তা নয় তবে আমাদের নিষ্ঠা ছিল। এখনো যখন নিমকোতে পড়াতে যাই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়েল ছেলে মেয়ে আসে পড়তে। তার আগের দিন থেকে পড়াশোনা করি। এই ৭৬ বছর বয়সেও।

কামরুন্নেসা হাসান জানান, বিটিভিতে তিনি যখন যোগ দেন তখন জিএম ছিলেন বরকত উল্লাহ। তার কাছ থেকে পাওয়া দুটি বাক্য, ‘টেক ইট ইজি। লাইফ ইজ বিউটিফুল।’ সব সময় কাজে লেগেছে। এখনও লাগে । কামরুন্নেসা হাসান বলেন, বিটিভির একজন প্রযোজকের জন্য কেন প্ল্যানার লাগবে? বরং প্রযোজক প্ল্যান দেবেন সেটির আরো উন্নতির জন্য ক্রিয়েটিভ টিম থাকতে পারে। বরকত উল্লাহ ভাই বলতেন, তোমার পরিকল্পনা তোমার অনুষ্ঠানে তোমার প্রতিনিধিত্ব করবে।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এবারের ঈদেও ৩০-৩৫ বছর আগে করা রুনা লায়লার গান প্রচার করেছে। তিন দশক আগের অনুষ্ঠান কেন এখনও ঈদে প্রচার হবে? বিটিভির দায়িত্ব নতুন কিছু করা।’

গত ৭ বছর ধরে বিটিভির জন্মদিনে ২৫ ডিসেম্বর তাদের কর্মকর্তা কলাকুশলীদের নিয়ে আনন্দমেলা করে আসছে চ্যানেল আই। এবারও এই আয়োজন থাকছে চ্যানেল আই প্রাঙ্গণে।এ প্রসঙ্গে দুজনেরই অভিমত, এতটা মমতা দিয়ে বিটিভিকে স্মরণ করে না আর কেউ। ফরিদুর রেজা সাগর এবং শাইখ সিরাজ যে বিটিভিকে ভুলে যাননি তা প্রতি পলে অনুভব করা যায়।-চ্যানেল আই
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে