শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭, ০৯:৩৬:২৫

সদ্য বিবাহিত আনুশকা দেশবাসীকে যে সুখবর শোনালেন!

সদ্য বিবাহিত আনুশকা দেশবাসীকে যে সুখবর শোনালেন!

বিনোদন ডেস্ক: নতুন জীবন সদ্য শুরু করেছেন বিরাট কোহলি-আনুশকা শর্মা। এর মধ্যেই সুখবর টুইট করে জানালেন আনুশকা শর্মা। ফোর্বস ইন্ডিয়ার তালিকায় স্থান পেয়েছেন নবদম্পতি। ফোর্বসের একশো জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকায় সবথেকে ধনী ক্রীড়াবিদ হলেন নতুন বিয়ে করা বিরাট কোহলি। স্ত্রী আনুশকা শর্মা রয়েছেন ৩২তম স্থানে।

কোহলির মোট আয় ১০০.৭২ কোটি টাকা। সচিন (৫ নম্বর এবং ৮২.৫ কোটি) ও ধোনি (৮ নম্বর এবং ৬৩.৭৭ কোটি) প্রথম দশে থাকলেও দেশের খেলাধুলোর মুখ এখন কোহলিই।

তবে কোহলির (তৃতীয় স্থানে) আগে রয়েছেন বলিউডের দুই সুপারস্টার সলমন খান (২৩২.৮৩ কোটি টাকা) এবং শাহরুখ খান (১৭০.৫০ কোটি টাকা)।

সচিন, কোহলি, ধোনি ছাড়াও ভারতীয় ক্রীড়াজগতের উল্লেখযোগ্য মুখ বলতে পিভি সিন্ধু। গত বছরের তুলনায় সিন্ধুর আয় এবছর বেড়েছে ১৭ শতাংশ৷ তিনি রয়েছেন ১৩ নম্বরে।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে