বিনোদন ডেস্ক: টেনিস সুন্দরী সানিয়া মির্জাকে নিয়ে বিতর্ক। তিনি যা করেন, সেটাই খবর। তাতেই থাকে বিতর্কের গন্ধ। অস্ট্রেলিয়ান ওপেনে সানিয়ার কৃতকর্ম নিয়ে কম জলঘোলা হয়নি। তবে এবার এমন কাজটা যে সানিয়া করতে পারেন, আপনি ভাবতেই পারতেন না। এক-দুই নয়, বলিউডের সব নায়কদের জামা খুলে দিয়েছেন সানিয়া!
সানিয়া মির্জাকে এ বার দেখা যাবে কর্ণ জোহরের চ্যাট শোয়েব। হায়দরাবাদ কন্যার সঙ্গে কর্ণ জোহরের শোয়েব উপস্থিত থাকবেন ফারহা খানও।
নিজেদের মধ্যে আলোচনা হবে বিভিন্ন বিষয় নিয়ে। হাসিঠাট্টাও হবে। রণবীর সিংহ থেকে রণবীর কপূর-কেউ বাদ পড়বেন না এই আলোচনায়।
সানিয়াকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল বলিউডের কোন অভিনেতার শার্টলেস হওয়া উচিত? সানিয়া জবাবে বলেন, কেউই তো শার্ট পরে না। সবাই জামা খুলেই থাকে। সবাই তাকিয়ে কর্ণ জোহরের সেই শোয়ের দিকে। সানিয়ার বিস্ফোরক সব মন্তব্য জানার জন্যই গোটা দেশ কর্ণ জোহরের সেই শোয়ের দিকেই তাকিয়ে থাকবেন।
এমটি নিউজ/আ শি/এএস