রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:৫৬:৩৯

আত্মহত্যা নিয়ে তাজিন আহমেদ এর স্ট্যাটাস

আত্মহত্যা নিয়ে তাজিন আহমেদ এর স্ট্যাটাস

বিনোদন ডেস্ক: ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপক তাজিন আহমেদ। এক সময় তাকে নিয়মিত দেখা যেত টেলিভিশন পর্দায়। অনেক বছর ধরে শোবিজে অনুপস্থিত তিনি। তবে এ বছরের শুরুর দিকে খবরের শিরোনাম হয়েছিলেন ববি হাজ্জাজের নবনির্মিত রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এ যোগ দিয়ে। দলটির সংস্কৃতিবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করবেন বলে সে সময় গণমাধ্যমে প্রচার করা হয়েছিল।

বছরের শেষে আবারো তাজিন শিরোনাম হলেন, তবে এবার শোবিজ কিংবা রাজনৈতিক কারণে নয়। কিছুক্ষণ আগেই তাজিন আহমেদ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আত্মহত্যা বিষয়ক পোস্ট দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন-

‘আত্মহত্যা অবশ্যই ভালো কোনো কাজ নয়। তবে যে বা যারা সেটা করে ফেলেন বা করতে বাধ্য হন, সেটা যে জীবনের কোন পর্যায়ে গিয়ে পড়লে অথবা জীবনের কোন পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়ে বাধ্য হন সেরকমটা করতে সেটা এখন বেশ ভালো বুঝতে পারি’।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে