রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭, ০১:৫২:৩২

সদ্য প্রকাশিত ফোর্বস এর সেরা একশো সেলিব্রিটির তালিকা

সদ্য প্রকাশিত ফোর্বস এর সেরা একশো সেলিব্রিটির তালিকা

বিনোদন ডেস্ক: ফোর্বস সদ্য প্রকাশ করল তাদের ২০১৭ সালের ভারতের সেরা একশো সেলিব্রিটির তালিকা। তবে গতবছর যিনি ছিলেন প্রথমস্থানে, এবারও তিনি রয়েছেন প্রথমে। বলিউডের ভাইজান সালমান খান।

যদিও এবছর বদলে গিয়েছে মূল্যায়নের মাপকাঠি। আগে তারকাদের আয় ও জনপ্রিয়তার বিচারে ফোর্বস নিজেদের তালিকা ঠিক করত। এবছর থেকে আয় ও তারকার বয়সকে মাপকাঠি করা হচ্ছে র‍্যাঙ্কিং স্থির করার জন্যে। সবকিছু বিচার করেও, এবছর শীর্ষে রয়েছেন সালমান। তারপর রয়েছেন শাহরুখ খান, বিরাট কোহলি এবং অক্ষয় কুমার। তাদের স্থান যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ। গতবছরের তুলনায় উন্নতি হয়েছে শচিন টেন্ডুলকার। এবার তার র‍্যাঙ্কিং পাঁচে রয়েছে। র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে মহেন্দ্র সিংহ ধোনির।

অভিনেত্রীদের মধ্যে দীপিকা পাড়ুকোন, যিনি গতবছর প্রথম দশ জনের মধ্যে ছিলেন, এবছর তার র‍্যাঙ্ক একাদশ। মূলত পদ্মাবতীর মুক্তি না পাওয়া এবং তাকে কেন্দ্র করে বিতর্কের জেরে এই অবনতি হয়েছে, মত বিশেষজ্ঞদের। একমাত্র অভিনেত্রী যিনি ফোর্বসের প্রথম দশজনের তালিকায় রয়েছেন, তিনি হলেন প্রিয়ঙ্কা চোপড়া। তিনি রয়েছেন সপ্তমে। দশ জনের মধ্যে রয়েছেন আমির খান। নীচে নেমে গিয়েছে অমিতাভ বচ্চনের স্থান।

প্রথম পাঁচ তারকার আয় যথাক্রমে ২৩২.৮৩ কোটি টাকা, ১৭০.৫০ কোটি টাকা, ১০০.৭২ কোটি টাকা, ৯৮.২৫ কোটি টাকা এবং ৮২.৫০ কোটি টাকা।

বাহুবলী ২ খ্যাত প্রভাস রয়েছেন ২২ নম্বর স্থানে। বিতর্কের জন্যে চর্চার কেন্দ্রে থাকা কঙ্গনা রানাউত রয়েছেন ২৬ নম্বরে। অানুশকা শর্মার স্থান ৩২। তবে দক্ষিণে রজনীকান্তের ভক্তদের জন্যে দুঃখের খবর। দক্ষিণী সুপারস্টার এবছর ১০০ সেলিব্রিটির তালিকাতেই স্থান পাননি। গত বছর তিনি ছিলেন ৩০ নম্বর স্থানে। এবছর তার একটি ছবি ছিল ২.০, সেটারও মুক্তি পিছিয়ে গিয়েছে ২০১৮ সালে। তাই হয়তো আগামী বছর ফের তাকে দেখা যাবে ১০০ সেলিব্রিটির তালিকায়। কারিনা কাপুর রয়েছেন ৪৭ নম্বর স্থানে, সোনম কাপুর ও ক্যাটরিনা কাইফের স্থান যথাক্রমে ৫৫ ও ৫৬।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে