রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭, ১০:০৩:৪৬

ফেসবুকে বাজিমাত করলো ববি-রণবীরের 'পার্টি' সং

ফেসবুকে বাজিমাত করলো ববি-রণবীরের 'পার্টি' সং

বিনোদন ডেস্ক: সবেমাত্র ছবিটির ফার্স্ট লুক ছাড়া হয়েছে। তাও আবার ফেসবুকে। আর তাতেই হৈ চৈ পড়ে গিয়েছে মিড়িয়া পাড়ায়।  হ্যা, জাজ মাল্টিমিডিয়ারআলোচিত সিনেমা 'বিজলী'র কথা বলছি। 'বিজলী'র গান 'পার্টি পার্টি পার্টির' প্রোমো ছাড়া হয়েছে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে।

ভক্তদের নজর কেড়েছে প্রোমোটি।  ইতিমিধ্যেই ৭৭ হাজার বার দেখা হয়েগেছে।  অনেক ইতিবাচক কমেন্টও পড়েছে।  'বিজলী' প্রযোজনা করছে ছবির নায়িকা ইয়ামিন হক ববির ববস্টার ফিল্মস।  ছবিতে তার নায়ক হিসেবে আছেন কলকাতার মডেল-অভিনেতা রণবীর।  বলা হচ্ছে বাংলাদেশের প্রথম সুপার হিরো সিনেমা 'বিজলি'।  পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী।

'বিজলি' ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি। যার শরীরে বৈদ্যুৎতিক ক্ষমতা চলে আসে। এই ক্ষমতা সে ব্যবহার করে দুষ্টের বিরুদ্ধে।  আজ  'পার্টি পার্টি পার্টির' পুরো  গানটি প্রকাশ করা হবে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে