রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭, ১০:৫২:২৯

‘তোলপাড়’ করছেন না আইরিন

‘তোলপাড়’ করছেন না আইরিন

বিনোদন ডেস্ক: শনিবার কিছু অনলাইন পোর্টালে চিত্রনায়িকা আইরিন নতুন একটি ছবিতে কাজ করছেন বলে খবর প্রকাশ পায়। তোলপাড় নামের ওই ছবিতে আইরিন সনি রহমানের বিপরীতে কাজ করবেন বলে জানা যায়।

সনি নিজেও সোশ্যাল মিডিয়ায় বিষয়টি শেয়ার করেছেন। কিন্তু ব্যক্তিগত কারণে ছবিতে অভিনয় করতে পারছেন না বলে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করা আইরিন কালের কণ্ঠকে জানান।

আইরিন বলেন, ব্যক্তিগত সমস্যার কারণে ছবিটিতে অভিনয় করতে পারছি না আমি। এখন মালয়েশিয়ায় থাকায় প্রযোজককে বিষয়টি এখনও জানানো হয়নি। দেশে ফিরেই জানাবো এবং সাইনিংমানি ফেরত দেব।

তবে ব্যক্তিগত কারণ সম্পর্কে বিস্তারিত জানান নি এই চিত্রনায়িকা। তোলপাড় ছবিটি পরিচালনা করবেন মিজানুর রহমান মিজান। এটি একটি অ্যাকশনধর্মী ছবি। আগামী বছরের শুরুতে ছবির শুটিং হওয়ার কথা ছিল।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে