রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭, ১১:০২:২৬

সালমান থেকে স্বামীর জন্য কী নিলেন ঐশ্বরিয়া?

সালমান থেকে স্বামীর জন্য কী নিলেন ঐশ্বরিয়া?

বিনোদন ডেস্ক: সালমান খান, বলিউডে একের পর এক বক্সঅফিস কাঁপানো সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন। আর ঐশ্বরিয়া রাইয়ের স্বামী অভিষেক বচ্চনের ক্যারিয়ারে সাফল্য নেই বললেই চলে। বলি পাড়ার একটা বড় অংশের ধারণাও তাই।

আর এবার স্বামীর ক্যারিয়ারকে একটু চকচকে করতে নাকি কোমর বেঁধেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু, কীভাবে? বিষয়টি ঠিক কী?

ভারতীয় গণমাধ্যম সূত্রে শোনা যাচ্ছে, অভিষেকের ক্যারিয়ারে শান দিতে পুরনো প্রেমিক সালমান খানে থেকে একটি বিশেষ জিনিস নিয়েছেন ঐশ্বরিয়অ। আর সেটাই নাকি এখন তাঁর তুরুপের তাস!

শোনা যাচ্ছে, সালমানের প্রাক্তন ম্যানেজার রেশমা শেট্টি নাকি এবার অভিষেকের হয়ে কাজ করবেন। সালমানের সঙ্গে গত ন’বছর কাজ করেছেন রেশমা। বলি মহলের খুঁটিনাটি তাঁর নখদর্পণে। সে কারণেই এবার থেকে নাকি রেশমার সাজেশন অনুযায়ী চলবে অভিষেকের ক্যারিয়ার।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে