রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০৫:২৮

ফোর্বস তালিকার একে সালমান, প্রথম দশে কারা?

ফোর্বস তালিকার একে সালমান, প্রথম দশে কারা?

বিনোদন ডেস্ক: বলিউডের বাদশা কিঙ্গ খান নন। গত বছরের মতো এ বারও তালিকারএক নম্বরে সলমন খান। চলতি বছরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে‘টিউবলাইট’। তবে ৫১ বছরের সলমনের আয়ে খুব একটা ফারাক হয়নি। অভিনয় ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। ফোর্বসের উল্লেখিত সময়ে ২৩২ কোটি ৮৩ লাখ টাকা উপার্জন করেছেন সল্লু ভাই।  

তালিকায় সলমনের পরেই রয়েছেন শাহরুখ খান। ১৭০ কোটি ৫০ লাখ টাকা রোজগার করে দু’নম্বর জায়গা পেয়েছেন ‘বাদশা’ খান। অভিনয় ছাড়াও প্রযোজক শাহরুখের রোজগার মোটেও হেলাফেলার নয়— সেটাই ফের বোঝালেন শাহরুখ।

সলমন-শাহরুখের মতো ভেল্কি দেখাচ্ছেন অক্ষয় কুমারও। চারে রয়েছেন তিনি। ফোর্বস ইন্ডিয়ার সিইও এবং প্রেসিডেন্ট জয় চক্রবর্তী বলেন, “এ বছরের সেরা একশোর তালিকা তৈরি করার সময় আমরা একটু নতুন পদ্ধতি বেছে নিয়েছি। মূলত সেলিব্রিটিদের আর্থিক উপার্জনের কথা মাথায় রেখেই তালিকা তৈরি হয়েছে।”

২০১৩-এর পর টেস্ট ম্যাচে আর দেখা যায়নি সচিন তেন্ডুলকরকে। তবে ক্রিকেট ছাড়লেও নানা প্রোডাক্টের প্রচারে দেখা গিয়েছে তাঁকে। ৮২ কোটি ৫০ লাখ টাকা আয় করেপাঁচ নম্বরে রয়েছেন মাস্টার ব্লাস্টার।  

বলিউডের প্রসঙ্গ উঠবে আর আমির খানের নাম তাতে থাকবে না— তা হতেই পারে না। ৬৮ কোটি ৭৫ লাখ রোজগার করে ফোর্বসের তালিকায় ছ’নম্বরে রয়েছেন আমির।

ফোর্বসের তালিকায় প্রথম দশে একমাত্র মহিলা হিসেবে রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। ৩৫ বছরের প্রিয়ঙ্কার আয় ৬৮ কোটি টাকা।
 
আয়ের নিরিখে সলমন-শাহরুখদের টেক্কা দিতে পারেননি বটে, তবে বেশি পিছিয়ে নেই বিরাট কোহালি। ১০০ কোটি ৭২ লাখ টাকা রোজগার করে তিন নম্বরে রয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন।

টেস্ট থেকে অবসরের পরে সীমিত ওভারের ক্রিকেটে কামাল দেখিয়েই চলেছেন এম এস ধোনি। ৬৩ কোটি ৭৭ লাখ টাকা আয় করে তালিকায় আট নম্বরে রয়েছেন ৩৬ বছরের মাহি।

তালিকার প্রথম দশে ফের এক জন বলিউড তারকা। ন’নম্বরে রয়েছেন ৪৩ বছরের হৃতিক রোশন। আয় কত জানেন? ৬৩ কোটি ১২ লাখ টাকা।

রণবীর সিংহকে যেন কোনও ভাবেই এড়ানো যায় না। তা সে ফিল্মি পর্দায় হোক বা বিজ্ঞাপনী প্রচারে। নজরকাড়া পারফরম্যান্স দেখাবেনই রণবীর। ৬২ কোটি ৬৩ লাখ টাকা আয়ের নিরিখে দশ নম্বরে রয়েছেন তিনি।-আনন্দবাজার
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে