রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৩:২৪:৫৬

এখনও প্রতিদিন প্রেমে পড়েন আমব্রিন

এখনও প্রতিদিন প্রেমে পড়েন আমব্রিন

বিনোদন ডেস্ক: এখনো প্রতিদিন প্রেমে পড়েন মডেল-উপস্থাপিকা আমব্রিন। তবে অন্য কারও না, স্বামী তৌসিফ আহসান চৌধুরীর প্রেমে। ফেসবুকে আমব্রিন কয়েকটি ছবি দিয়েছেন। এতে স্বামীর সঙ্গে কিছুটা অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে তাকে।

৪ নভেম্বর কানাডা প্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেন আমব্রিন। দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করে দাম্পত্য জীবনে সুখেই আছেন। ছবিগুলো অন্তত তাই বলছে। স্বামীর সঙ্গে দুটি ছবি শেয়ার করে বলেছেন, 'আমি এখনো প্রতিদিন তোমার প্রেমে পড়ি।'

প্রকাশ্যে এসব ছবি প্রকাশ করায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন। অনিন্দ্য অদিতি নামের একজন মন্তব্য করে, 'বেডরুমের ব্যাপার বেডরুমের ভিতরেই রাখেন না। পাবলিক করে নিজেদের নির্লজ্জ মানসিকতার পরিচয় না দিলেই নয় কি?' সিফাত শাহরিয়ার লিখেছেন, 'বেডরুম রোমাঞ্চ এভাবে সবাইকে দেখানো কি দরকার?'

আবার অনেকে আমব্রিনের এসব ছবি প্রকাশে অপরাধের কিছু দেখছেন না। তাদের মতে, এটা একান্তই নিজস্ব ব্যাপারে। নিজের ফেসবুক ছবি দিতে তো কারও অনুমতির দরকার হওয়ার কথা নয়। নিশাত সুলতানা নামের একজন লিখেছেন, 'বউ নিজের জামাইরে নিয়া ছবি তুইলা পোস্ট করেছে তাতে পাবলিকের তামাশা দেখে আমি অবাক।' দানিয়েল শুভ লিখেছেন, 'এসব বেয়াদবদের গুরুত্ব দেয়ার কোনো দরকার নেই। জীবনকে উপভোগ করো।'

আমব্রিনও যে এসব সমালোচনায় খুব একটা পাত্তা দিচ্ছেন না- সেটা নিজেও বুঝিয়ে দিয়েছেন। এত সব আলোচনার পর তিনি স্বামীর সঙ্গে তোলা আরেকটি ছবি পোস্ট করেছেন ফেসবুকে। শিরোনাম দিয়েছেন, 'শুধু আমার চোখের দিকে তাকাও। কারণ হৃদয় কখনো মিথ্যে বলে না।'
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে