বিনোদন ডেস্ক: বাংলাদেশি জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমা। অভিনয় জীবনের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ দিনের চলচ্চিত্র ক্যারিয়ারে তৈরি করেছেন আলাদা সুনাম। যার কারণে পূর্ণিমা এখনও দর্শক-ভক্তদের কাছে স্পেশাল!
এদিকে গতকাল রাজধানীর আর্মি স্টেডিয়ামে বহুজাতিক প্রতিষ্ঠানের একটি কর্পোরেট ইভেন্ট এর আয়োজন করেছিল। আর সে অনুষ্ঠানেই নেচে গেয়ে মঞ্চ মাতান পূর্ণিমা। আর তেমন কিছু ছবিই তিনি তার ফেসবুকের দেয়ালে শেয়ার করেছেন। আর যেখানে দেশ সেরা অন্যান তারকাদের পাশাপাশি পারফর্ম করেন পূর্ণিমা।
পূর্ণিমার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার ছবির মাধ্যমে। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ২০১০ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস