বিনোদন ডেস্ক: প্রেম-বিয়ে-হানিমুন সবই হলো। কিন্তু এই 'বিরুস্কা' দম্পত্তিদের নিয়ে আলোচনা, জল্পনা-কল্পনা থামছেই না। আর এই আলোচনা আরো নতুন মোড় নিল ২১ ডিসেম্বরের রিসেপশনের দিন।
এদিন মোদী কী উপহার দিলেন, বা বিরুষ্কা কেমন করে কোমর দোলালেন উৎসবের সঙ্গীতের তালে এর পাশাপাশি আলোচিত হয়েছে আনুষ্কা শর্মার 'শাড়ি' নিয়ে।
রিসেপশনের দিন পর্যন্ত অনুষ্কার লাল শাড়িটির রহস্য শুধু রহস্যই থেকে গেছে। এবার এই রহস্যভেদ করেছে ভারতীয় দৈনিক ভাস্কর.কম। তারা একটি প্রতিবেদনে প্রকাশ করেছে অনুষ্কার লাল রংয়ের শাড়িটির প্রকৃত মূল্য ও তাকে ঘিরে থাকা আশ্চর্যজনক সব তথ্য। জানিয়েছে অনুষ্কার সেদিনের শাড়িটির নির্মাণে ব্যবহৃত হয়েছে খাঁটি সোনাও! যার ফলে তার দাম দাঁড়িয়েছে ৫ লাখেরও বেশি!
অনেকেরই ধারণা কেবল সোনার পাত ব্যবহার করা হয়েছে বলেই দাম বেড়েছে এই শাড়ির। কিন্তু পরে জানা যায়, ওই লাল বেনারসি বানিয়েছে বেনারসের বিখ্যাত পিলিকোঠি অঞ্চলের কারিগররা। বলিউডের অনেক তারকারাই এখান থেকে পোশাক নিয়ে থাকেন বলে জানা যায়।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস