বিনোদন নিউজ: ‘বস টু’ সিনেমার একটি গান নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়ে ছিলেন বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়া। ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামে এটি একটি আইটেম গান। এতে ফারিয়া পারফর্ম করেছেন কলকাতার নায়ক জিতের সঙ্গে। গানটির কথার সঙ্গে খোলামেলা পোশাক আর আবেদনময়ী নাচের কারণেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ফারিয়া। এরপর গানটি ইউটিউবে প্রকাশ হলেই সমালোচনার ঝড় উঠে। যদিও এটি মুক্তির ২৪ ঘণ্টা আগেই গণ্ডগোল পাকিয়ে যায় অন্তর্জালে। পরে গানটি থেকে ‘আল্লাহ মেহেরবান’ কথাটি তুলে নেয় জাজ মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান ।
‘বস টু’ সিনেমার নায়ক জিতের সঙ্গে পারফর্ম করার পর আবারও নতুন করে খবরের কাগজে উঠে এলেন জনপ্রিয় এই অভিনেত্রী। এবার ওপার বাংলার ‘ইন্সপেক্টর নটি কে’ সিনেমায় আবারও জিতের সঙ্গে অভিনয় করলেন নুসরাত ফারিয়া। ‘ইন্সপেক্টর নটি কে’ সিনেমায় একজন চাকরিজীবী মেয়ে নুসরাত ফারিয়া। সিনেমার চরিত্রে বাঙালি ছেলেকে বিয়ে করতে রাজি না নুসরাত।
‘ইন্সপেক্টর নটি কে’ সিনেমায় আর কেনই বা নুসরাতের এত ইংরেজপ্রীতি? তা দেখা যাবে পর্দায়। তবে তার আগেই আজ ২৪ ডিসেম্বর ইউটিউবে এই সিনেমার ট্রেইলার প্রকাশ করা হয়। দুই মিনিট ৫৫ সেকেন্ডের ট্রেইলারে নুসরাত ফারিয়াকে সিআইডি অফিসারের চরিত্রে দেখা যায়। অন্য দিকে ওপার বাংলার নায়ক জিতকে বাঙালি পুলিশ অফিসারের চরিত্রে দেখা যায়। ট্রেইলারে রোমান্সের পাশাপাশি কিছু অ্যাকশন দৃশ্যও দেখা গেছে।
নির্মাতাসূত্রে জানা গেছে আগামী ১৯ জানুয়ারি সিনেমাটি মুক্তি পেতে পারে। ওপার বাংলার নির্মাতা অশোক পাতি পরিচালিত এ সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে ইতালিতে। ভারতেও কিছু অংশের শুটিং হয়েছে। গত ১৮ ডিসেম্বর এ সিনেমার টাইটেল গান ইউটিউবে প্রকাশ করা হয়।
এমটি নিউজ/আল-আমিন