রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৮:২০:০৪

অপি করিমকে নিয়ে অমিতাভের উত্তরবঙ্গ সফর

বিনোদন ডেস্ক: অপি করিমকে নিয়ে দেশের উত্তরাঞ্চল ঘুরছেন অমিতাভ রেজা। আজ রাজশাহী তো কাল দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চল! এভাবে তাদের কেটে গেল প্রায় আট দিন।

শুধু দু’জনে নন, অমিতাভ-অপির এই রহস্যময় সফরে আরও আছেন অনেকেই। মানে পূর্ণাঙ্গ শুটিং ইউনিট। যার নিয়মিত হদিস মিলছে অমিতাভ রেজার ফেসবুক দেয়ালে। নিয়মিত পোস্ট করছেন অপি করিমকে নিয়ে নানা মজার ছবি। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখছেন ‌‘ঢাকা মেট্রো ডায়রিস’ (#dhakametrodairies)। এটুকুই।

এ প্রসঙ্গে এর বাইরে একেবারেই মুখ খুলছেন না অমিতাভ কিংবা তার সহযোদ্ধারা। রহস্য তৈরি করে অমিতাভ রেজা শুধু এটুকু বললেন, ‘একটা ওয়েব সিরিজের শুট করছি।’

কিন্তু এর নাম, অপি করিমের চরিত্র অথবা কবে-কখন-কোথায় প্রচার হচ্ছে- সেটুকুও তো জানা জরুরি। এবার ‘আয়নাবাজি’ কর্তার কণ্ঠে ভারি আওয়াজ, ‘এখনই না।’

তবে এটুকু অনুমেয়, অমিতাভ রেজার নির্মাণে এবং অপি করিমের অভিনয়ে প্রথম ওয়েব সিরিজ হতে যাচ্ছে এটি। যার সম্ভাব্য নাম ‘ঢাকা মেট্রো ডায়রিস’ কিংবা ‘ঢাকা মেট্রো’। আর এতে প্রধান চরিত্র হিসেবে অপি করিম অভিনয় করছেন জয়গুন বিবি নামে।
বাকিটা অমিতাভ রেজা আনুষ্ঠানিকভাবে জানাবেন শিগগিরই।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে