রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৮:৩০:৪৮

এই বছর মারা গেছেন বলিউডের যে জনপ্রিয় তারকারা

এই বছর মারা গেছেন বলিউডের যে জনপ্রিয় তারকারা

বিনোদন ডেস্ক: বছর জুড়ে নানা কারণে আলোচিত ছিল বলিউড। তারকাদের বিয়ে, বিচ্ছেদ, সন্তান জন্মদানের মতো একাধিক ঘটনায় সরব ছিল গণমাধ্যমগুলো। তবে এর মধ্যেও শোকের সাগরে ভাসিয়ে পৃথিবী থেকে বিদায় নেন বলিউডের একাধিক জনপ্রিয় তারকা। ২০১৭ সালে ভক্তদের কাঁদিয়ে পৃথিবী ছেড়ে চলে যাওয়া বেশ কয়েকজন জনপ্রিয় তারকাদের নিয়ে আমাদের আজকের আয়োজন।

ওম পুরি
এই বছরের ৬ জানুয়ারি ৬৬ বছর বয়সে বলিউড অভিনেতা এই পৃথিবী থেকে বিদায় নেন। মুম্বাইয়ের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। বছরের শুরুতেই তার অকস্মাৎ মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় বলিউড। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘বাজরাঙ্গি ভাইজান’, ‘ডার্টি পলিটিক্স’, ‘হেরা ফেরি’, ‘চাচি ৪২০’, ‘সিং ইজ কিং’, ‘ডন ২’ উল্লেখযোগ্য। তার অভিনীত শেষ সিনেমা ‘টিউবলাইট’ জুন মাসে রোজার ঈদ উপলক্ষে মুক্তি পায়।

‌রীমা লাগু
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কয়েকদিন আগে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মে মাসের ১৮ তারিখে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৫৮ বছর বয়সী অভিনেত্রী রীমা লাগু। অল্প বয়সে অভিনয় জীবন শুরু করলেও নায়িকা হিসেবে কখনো পর্দায় দেখা যায়নি তাঁকে। এই অভিনেত্রীকে বেশিরভাগ সময়ে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। মারাঠি ও হিন্দি টেলিভিশনেও দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন তিনি। এ বছর ‘নামকরণ‌’ সিরিয়ালে শেষবাবের মতো দেখা গিয়েছিল রীমা লাগুকে। তার অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য ছবির মধ্যে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘‌আশিকি’, ‘সাজন’, ‘হাম আপকে হ্যায় কউন’, ‘বাস্তব’, ‘‌কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘কাল হো না হো’ অন্যতম। ‌

ইন্দ্র কুমার
মাত্র ৪৩ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতে প্রাণ হারান বলিউড অভিনেতা ইন্দ্র কুমার। বিশ বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত ছিলেন অভিনেতা। অভিনয় করেছেন ২০টির মতো ছবিতে। বলিউড ছাড়া বিভিন্ন টিভিপর্দায় ধারাবাহিকেও নজর কেড়েছিলেন ইন্দ্র কুমার। প্রয়াত ইন্দ্র কুমার সালমান খানের সঙ্গে কয়েকটি সিনেমায় কাজ করেছিলেন। সালমানের পরিবারের ঘনিষ্ঠ ছিলেন তিনি। ‘কাহি পেয়ার না হো যায়ে’, ‘ওয়ান্টেড’, ‘পেয়িং গেস্ট’, ‘তুম কো না ভুল পায়েঙ্গে’, ‘মাসুম’, ‘খিলাড়িও কা খিলাড়ি’- এর মতো ছবিতে অভিনয় করেন এই অভিনেতা।  

শশী কাপুর
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা শশী কাপুর  গত ৪ ডিসেম্বর মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর। গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন এই খ্যাতনামা অভিনেতা। হিন্দি থেকে ইংরেজি, বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। পেয়েছেন, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কার। অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনা, পরিচালনার কাজও করেছেন সমান দক্ষতায়। ১৯৬১ সালে ‘ধর্মপুত্র’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র জগতে পা রাখেন শশী। ১৯৬০ এর শেষভাগ থেকে আশির দশকের মাঝামাঝি সময় পর্যন্ত তিনি জুটিবদ্ধ হন শর্মিলা ঠাকুর, রাখী এবং জিনাত আমানের সঙ্গে। এছাড়াও হেমা মালিনী, মৌসুমী চট্টোপাধ্যায় এবং পারভিন ববির সঙ্গেও তার জুটি উল্লেখযোগ্য।

বিনোদ খান্না
এই বছরের ২৭ এপ্রিল দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যান বিখ্যাত অভিনেতা ও রাজনীতিক ব্যক্তিত্ব বিনোদ খান্না। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। এ বছরের ৩১ মার্চ থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ১৯৬৮-তে বলিউডে তার আত্মপ্রকাশ। তার ঝুলিতে রয়েছে ১৪০টি ছবি। অভিনয়ের সাথে রাজনীতিতেও আত্মপ্রকাশ করেন তিনি। পাঞ্জাবের গুরুদাসপুর থেকে সাংসদ ছিলেন এই কিংবদন্তী অভিনেতা। তার শেষ কয়েকটি গুরুত্বপূর্ণ ছবির মধ্যে রয়েছে ‘দাবাং’, ‘প্লেয়ার’, ‘দাবাং টু’ ও ‘দিলওয়ালে’-এর মতো সিনেমাগুলো। ‘মেরে আপনে’, ‘অমর আকবর অ্যান্থনি’, ‘কুরবানি’, ‘ইনকার’, ‘হাত কি সাফাই’ তার অভিনয়জীবনের উল্লেখযোগ্য কিছু ছবি। শেষ অভিনীত ছবি ২০১৫ সালের ‘দিলওয়ালে’।

রানি মুখার্জির বাবা পরিচালক রাম মুখার্জি মারা গেছেন এইবছর। অক্টোবরের ২২ তারিখে ৮৪ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। এছাড়া শাম পাঞ্চাল, লেখ ট্যান্ডনের মতো বলিউড অভিনেতারাও এই বছর বিদায় নিয়েছেন পৃথিবী থেকে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে