রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৮:৩৭:০২

দীর্ঘ বিরতীর পর ‘প্রেমের বাঁধনে’ মাহি-বাপ্পি

দীর্ঘ বিরতীর পর ‘প্রেমের বাঁধনে’ মাহি-বাপ্পি

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা মাহিয়া মাহি এ পর্যন্ত বেশ কিছু চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন। তারই ধারাবাহিকতায় এ জুটি ‘প্রেমের বাঁধন’ নামে সিনেমায় জুটি বেঁধেছেন। সিনেমাটি পরিচালনা করছেন গাজী জাহাঙ্গীর।

গত ২০ ডিসেম্বর থেকে বিএফডিসির ৯ নং ফ্লোরে এর দৃশ্য ধারণ করা হচ্ছে। এতে চিত্রনায়ক বাপ্পি, মাহি, মিশা সওদাগরসহ অনেকে অংশ নিয়েছেন বলে জানা যায়।

এ প্রসঙ্গে গাজী জাহাঙ্গীর বলেন, ‘‘গত ২০ ডিসেম্বর থেকে ‘প্রেমের বাঁধন’ সিনেমার শুটিং এফডিসিতে করছি। এরপর আমরা ঢাকার বাইরে সিনেমাটির দৃশ্যায়ন করব। আমরা চাচ্ছি, নতুন বছরের শুরুর দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে।’’

এক বছর আগে এফডিসিতে সিনেমাটির শুটিং হয়েছিল। দীর্ঘ এক বছর পর আবারো এফডিসিতেই সিনেমাটির শুটিং শুরু হয়েছে। শিডিউল জটিলতার কারণে এই দীর্ঘ বিরতি। বাপ্পি-মাহি ছাড়াও এতে অভিনয় করছেন তানিন সুবহা, কাজী হায়াৎ, ডিজে সোহেল, কাবিলা প্রমুখ। পরিচালনার পাশপাশি সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যেও রয়েছেন গাজী জাহাঙ্গীর।
এমটিনিউজ২৪.কম/এন/মান

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে