রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৯:৪৮:৩৬

আবারো দ্বন্দ্বে জড়াচ্ছেন সালমান-ঐশ্বরিয়া!

আবারো দ্বন্দ্বে জড়াচ্ছেন সালমান-ঐশ্বরিয়া!

বিনোদন ডেস্ক: সালমানের জীবনে বেশ উত্তজনাকর পরিস্থিতির উদয় হয়েছে। 'টাইগার জিন্দা হে' এর মাধ্যমে সাবেক প্রেমিকা ক্যাটরিনার সঙ্গে বেশ সময় কাটছে তার। আবার সাবেক প্রেমিকা ঐশ্বরিয়ার সঙ্গে শুরু হয়েছে আরেক দ্বন্দ্ব‌!

অনীল কাপুর সম্প্রতি তার আসন্ন 'ফ্যানি খান' ছবি নিয়ে টুইট করেছেন। তবে কবে মুক্তি পাবে তা বলেননি। এ ছবির আকর্ষণ ঐশ্বরিয়া রায়। তবে প্রডিউসার প্রেরণা অরোরা নিশ্চিত করেছেন যে, ঐশ্বরিয়াকে নতুন ছবিতে রূপালি পর্দায় দেখা যাবে আগামী ঈদে। এই সময়টা ফ্যানি খানের মতো ছবির জন্য সুসময় বলেই মনে করছেন তিনি।

তবে অনীল কাপুরের ক্যারিয়ারে আরেকটি ঘটনা ঘটতে চলেছে। তার দুটো ছবি একই সময় মুক্তি পেতে যাচ্ছে। অন্যটি হলো 'রেস ৩'। কিন্তু এ ছবি আছেন আবার দাবাং খান।
কাজেই ঈদের সালমান আর ঐশ্বরিয়ার টক্করটা সবার কাছেই ভিন্ন আমেজ দেবে। সাবেক আলোচিত এই প্রেমিক-প্রেমিকার দ্বন্দ্বটা এবার ভালোভাবেই লাগবে।  

প্রেরণা অরোরা তার সব ছবির প্রতিযোগী হিসেবে তারকা ঠাসা ছবিগুলোকেই পাচ্ছেন। 'টয়লেট এক প্রেম কথা' ছবির পাশাপাশি অন্যান্য বড় বড় সব ছবি মুক্তি পেয়েছে। তার 'পারমানু' ছবিতে মূল চরিত্রে আছেন জন আব্রাহাম। কিন্তু এটাকে পিছিয়ে রাখতে হয়েছে 'পদ্মাবতী'র কারণে। নিজেই অবশ্য বলেছেন, আমি 'পদ্মাবতী'র বিষয়টি নিয়ে ভয়ে ভয়ে আছি। তবে তার 'পারমানু'র বিপরীতে রানি মুখার্জির অভিনীত এবং সিদ্ধার্থ পি মালহোত্রার পরিচালিত 'হিচকি' ছবিকেই প্রতিযোগী ধরে নিয়েছেন তিনি।  

তবে আলোচনার মূল বিষয়টা হয়ে উঠেছে সালমানের 'রেস ৩' এবং ঐশ্বরিয়ার 'ফ্যানি খান'। এ দুটো একই সময় মুক্তি পেলে বেশ প্রতিযোগিতা হবে। সবাই কাজে গ্রহণ করবেন তা সময়ই বলে দেবে। বাণিজ্য আর জনপ্রিয়তা যেখানে তারকাদের পুঁজি, সেখানে দুই ছবিতে দুজনের প্রতিযোগিতা তো হবেই। ঈদের খুশিতে তাই দুজনের দ্বন্দ্ব বেশ জমবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।  
এমটিনিউজ২৪.কম/এন/মান

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে