বিনোদন ডেস্ক: মালয়েশিয়ান ইমিগ্রেশনের তিক্ত অভিজ্ঞতা থেকে ইমিগ্রেশন পুলিশের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এভাবেই ক্ষোভ ঝাড়েন বাংলাদেশি তারকা কন্ঠশিল্পী এইচ এম রানা।
স্থানীয় সময় শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টা ২৩ মিনিটে ওই স্ট্যাটাসটি দেন রানা। স্ট্যাটাসে তিনি আরো লেখেন, ‘…ভদ্রতা শিখে নিও হে মালয়েশিয়ান পুলিশ! দাওয়াত রইলো আমাদের দেশে…. এসে দেখে ও শিখে নিও তোমরা আমাদের দেশে এলে আমরা তোমাদের কতটা সম্মান দিই…আদর দিই’
….১৩ বারের মতো এদেশে এসে এমন অপমান ছি! ছি! ছি!…’
‘বাংলাদেশি নাইট কনসার্টে’ অংশ নিতে শনিবার (২৩ ডিসেম্বর) মালয়েশিয়া যান এই কন্ঠশিল্পী সহ বাংলাদেশি কয়েকজন তারকা অভিনেতা। সেখানে ইমিগ্রেশনে মালয়েশিয়ান পুলিশ তাদের চরম হেনস্তা করে। আর তাতেই এমন অসন্তোষ প্রকাশ করে ফেসবুকে এই পোস্টটি দেন এইচ এম রানা।
এদিকে জনপ্রিয় এই তারকাদের সাথে মালয়েশিয়ান পুলিশের এমন ব্যবহারের পর সমালোচনার ঝড় উঠেছে ফেসবুকে। ওই স্ট্যাটাসে কমেন্টের মাধ্যমে রানার এই প্রতিবাদের প্রশংসা করছেন অনেকেই। তবে কেউ কেউ আবার এজন্য বাংলাদেশি হাইকমিশন ও কিছু দালালকেও দুষছেন।
এমটি নিউজ/আ শি/এএস