সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৮:০১:১৭

স্ত্রী ও কন্যার সাথে বড়দিনের আনন্দে মেতে উঠেছেন জিৎ

স্ত্রী ও কন্যার সাথে বড়দিনের আনন্দে মেতে উঠেছেন জিৎ

বিনোদন ডেস্ক: জাকজমকভাবে বিশ্ব্যব্যাপী আজ পালিত  হলো বড়দিনের উৎসব। প্রতিবছর আজকের এই দিনে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটিই যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা যায় নি। আদি যুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে, এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। সম্ভবত, এই হিসাব অনুসারেই ২৫ ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্ম তারিখ ধরা হয়।

এদিকে গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে সবাই একে অপরে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছেন। অনেক সেলিব্রেটিকেও দেখা গেছে বড়দিনের উৎসবে মেতে উঠতে। ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জিৎও তাদের মধ্যে ব্যতিক্রম নয়।

একটু আগে জিৎ তার ভেরিফাইড ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘মেরি ক্রিসমাস ডে’। ছবিতে দেখা যাচ্ছে স্ত্রী আর কন্যার সাথে উল্লাসে মেতে উঠছেন জিৎ। ছবিটি পোস্ট করার পর থেকে হাজার হাজার লাইক আর কমেন্টে ভরে যায়। এক ভক্ত লিখেছেন, ‘তোমাদের সবাইকে এক সাথে দেখে খুব ভালো লাগছে।

আরেক ভক্ত তার কন্যার প্রশংসা করে লিখেছেন, ‘বাচ্চাটি মাশাআল্লাহ্ অনেক কিউট’। বাংলাদেশ থেকে একজন লিখেছেন, ‘আমি তোমার অনেক বড় ভক্ত’। আরেক ভক্ত রসকিতা করে জিৎকে উদ্দেশ্য করে লিখেছেন,  ‘তুই আমার হিরো বাকি সব জিরো’। আরেক ভক্ত লিখেছেন, ‘সত্যি খুব সুন্দর একটি পরিবার’।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে