সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৮:২৮:০৭

বিছানায় অনুশকা ও কোহলিকে যা ব্যবহার করতে বললেন রাখি

বিছানায় অনুশকা ও কোহলিকে যা ব্যবহার করতে বললেন রাখি

বিনোদন ডেস্ক: আবারও নতুন খবরের উঠে এল রাখি সবন্তের নাম। বিতর্কে থাকা তাঁর স্বভাব। বিতর্কের মাধ্যমে কী ভাবে খবরে থাকতে, সেই ব্যাপারে বিপুল জ্ঞান রাখির। এবারে নিজের কনডমের ব্র্যান্ড লঞ্চ করলেন তিনি। ব্র্যান্ডটির নাম ‘বি-বয়’ কনডম।

এখানেই শেষ নয়। কনডমের  ব্র্যান্ড লঞ্চ করার সঙ্গে সঙ্গে এক বিস্ফোরক মন্তব্য করেছেন রাখি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, রাখি চান নবদম্পতি বিরাট কোহলি এবং অনুশকার প্রথম তাঁর লঞ্চ করা কনডম ব্যবহার করুন। রাখি বললেন, অনুশকার সঙ্গে বিছানায় যাওয়া সময় কোহলি ‘বি-বয়’ কনডম ব্যবহার করতে।

রাখির কথায়,‘বিরাট কোহলি আর অনুশকা শর্মা সব থেকে সুন্দর যুগল। ওরা সদ্য বৈবাহিক জীবনে পা রেখেছেন। আমি চাই, ওরাই প্রথম এই কনডম  ব্যবহার করুন এবং তার ফিডব্যাক জানান। আমি মনে করি, আমার ব্র্যান্ডের কনডম বিশেষ মানের। এই প্রথম এতগুলো ফ্লেভার নিয়ে কোনও কনডম।  ব্র্যান্ড বাজারে এল।’

নিজের কনডমকে কেন্দ্র করে বাবা রামদেবকেও ছাড়েননি রাখি। তিনি রামদেবের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। রাখির চ্যালেঞ্জ, রামদেবও বাজারে পতঞ্জলি কনডম নিয়ে আসুন। তা হলে তিনি একজন যোগ্য প্রতিযোগী পাবেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে