বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭, ০৮:৫৩:২২

বলিউডে ২০১৭’র সেরা খলনায়ক কে?

বলিউডে ২০১৭’র সেরা খলনায়ক কে?

বিনোদন ডেস্ক: হিট ছবিগুলোতে নায়ক-নায়িকার পাশাপাশি খলচরিত্রদেরও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। হিন্দি ছবির দর্শকের কাছে হিরোর মতোই এক সময় গুরুত্বপূর্ণ ছিল ছবির খলনায়ক বা নায়িকা। গব্বর সিং, মোগ্যাম্বো, শাকালের মতো চরিত্রকে ভয় পাননি এমন খুব কম দর্শকই আছেন।

সময়ের সঙ্গে তাল রাখতে ভিলেনকে পাল্টাতে হয়েছে সিগনেচার স্টাইল। কখনো বা হিরোর জৌলুসকে ছয় গোল দিয়ে পেছনে ফেলে দিয়েছে ছবির ভিলেন।

২০১৭ সালে সেরা তিন নজরকাড়া ভিলেনের আবির্ভাব হয়। পর্দায় তাদের দেখতে দেখতে কিন্তু দর্শকের অনেকেরই মনে হয়েছে, তাদের শেষ করতে কখন হিরো আসবে।

ভল্লালদেব: জনপ্রিয়তার ক্ষেত্রে অমরেন্দ্র বাহুবলীর চেয়ে ভল্লালদেব খুব বেশি পিছিয়ে আছে বলে মনে হয় না। এই চরিত্রে অভিনয় করে রানা ডাগ্গুবতী দর্শকের কাছ থেকে নিন্দার চেয়ে বলা যায় ভালোবাসা বেশি পেয়েছেন। প্রভাসের মতোই তার নারী ভক্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বেড়েছে। চরিত্রটির একটি বড় বৈশিষ্ট্য ছিল তার রাজকীয়তা। ভিলেন হলেও রাজকীয়তার মোড়ক ছেড়ে কখনও বেরিয়ে আসেননি তিনি। লম্বা-চওড়া সংলাপের চেয়েও রানার মুভমেন্ট, চাহনি আর পেশিবহুল নির্মেদ শরীর দেখেই হাঁ হয়ে গিয়েছিল দর্শক।

আবু উসমান: সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ প্রমাণ করল, সালমান জিন্দা হ্যায়। আর বলিউড চাইলে ইরানের প্রতিভাকেও খুঁজে বের করতে পারে। টাইগারের বিপরীতে জঙ্গিনেতা আবু উসমানের চরিত্রে সাজ্জাদ দেলাফ্রুজকে নিয়ে ইতোমধ্যে হইচই পড়ে গেছে। ‘বেবি’র পর এটি তার দ্বিতীয় হিন্দি ছবি। এ ক্ষেত্রেও চরিত্রটির লুক তার প্লাস পয়েন্ট।

মাধবরাও শেলার: ছোট পর্দার জনপ্রিয় রাশভারী ‘মিস্টার বাজাজ’ চাইলে খলনায়কের চরিত্রও যে ফুটিয়ে তুলতে পারেন, তার প্রমাণ ‘কাবিল’। হৃতিক রোশনের এই রিভেঞ্জ ড্রামায় রোহিত-রণিত (রায়) দুই ভাইকেই নেগেটিভ চরিত্রে দেখা গেছে। পর্দায়ও তারা দুই ভাই। তবে ছবিতে ছোট ভাই অমিতকে (রোহিত) যেভাবে আগলে রেখেছে মাধব, অভিনয়ের চুলচেরা বিশ্লেষণেও বড় ভাই অনেকটাই এগিয়ে। তাই হৃতিকের সঙ্গে রণিতের দৃশ্যগুলো বেশি দাগ কেটেছে।

হাসিনা পার্কার: এত ডাকসাইটে ভিলেনের পাশে হাসিনা পার্কারকে একটু ঠান্ডা মনে হতে পারে। তবে বলিউডের নতুন সারির অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এই চরিত্রের মধ্যদিয়ে সাহসী পদক্ষেপ করেছেন। সূত্র: আনন্দবাজার
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে