স্পোর্টস ডেস্ক: সাবেক প্রেমিকার সঙ্গে 'টাইগার জিন্দা হ্যায়' দিয়ে সব রেকর্ড ভেঙে ফেলছেন সালমান? ইতিমধ্যে ২০০ কোটির ক্লাব ছুঁই ছুঁই করছে 'টাইগার জিন্দা হ্যায়'। মুক্তির ৬ দিনের মধ্যেই ১৯০ কোটির ব্যবসা করে ফেলল সালমান খান, ক্যাটরিনা কাইফের সিনেমা। ৭ দিনের মধ্যেই টাইগার জিন্দা হ্যায় আরও ১০ কোটির ব্যবসা করে ২০০ কোটির ক্লাবের সদস্য হয়ে যাবে বলে মনে করছে বি টাউন।
'বজরঙ্গী ভাইজান'-এর পর কবির খানের 'টিউবলাইটে' অভিনয় করলেও, সালমানের ওই সিনেমা সেভাবে সাড়া জাগাতে পারেনি বি টাউনে। কিন্তু, সালমানের 'টাইগার জিন্দা হ্যায়' ভক্তদের সেই প্রত্যাশা পূরণ করতে পারবে বলে আগে থেকেই গুঞ্জন শুরু হয়। সেই অনুযায়ী মুক্তির পর থেকেই ভাল ব্যবসা শুরু করে পরিচালক আলি আব্বাস জাফরের ওই সিনেমা।
টাইগার জিন্দা হ্যায়-র পর এবার 'রেস থ্রি'-এর জন্য ওয়ার্কশপ শুরু করেছেন সালমান খান। শোনা যাচ্ছে, রেস থ্রি-তে সালমানের বিপরীতে থাকতে পারেন জ্যাকলিন ফার্নান্ডেজ। কবে থেকে সিনেমার শুটিং শুরু হবে, তা এখনও জানা যায়নি।
এমটি নিউজ/এপি/ডিসি