শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭, ০২:০৯:১৩

২ বছর ধরে বিয়ের কথা কেন লুকিয়ে রাখলেন সুরভিন?

২ বছর ধরে বিয়ের কথা কেন লুকিয়ে রাখলেন সুরভিন?

বিনোদন ডেস্ক: ২০১৫ সালেই নাকি বিয়েটা সেরে ফেলেছেন। কিন্তু, গত ২ বছর ধরে বিয়ের খবর রীতিমত লুকিয়ে রেখেছেন ‘পার্চড’ অভিনেত্রী সুরভিন চাওলা। কিন্তু, ২ বছর ধরে কেন বিয়ের খবর লুকিয়ে রাখলেন সুরভিন?

জানা যাচ্ছে, ব্যক্তিগত কারণেই নাকি বিয়ের খবরটা প্রকাশ্যে আনেননি ‘হেট স্টোরি ২’ খ্যাত অভিনেত্রী। ইতালিতে বিয়ে সেরে মুখে কুলুপ এঁটে ছিলেন সুরভিন। স্ত্রীর মত এ বিষয়ে চুপ ছিলেন অক্ষয় ঠাক্কারও।

জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই অক্ষয় ঠাক্কারের সঙ্গে সম্পর্ক ছিল সুরভিনের। দীর্ঘদিনের বন্ধু যখন বিয়ের প্রস্তাব দেন, তখন না করতে পারেননি তাঁর অভিনেত্রী বান্ধবী। ইতালিতে খ্রিস্টান মতেই বিয়ে সারেন তাঁরা।

তবে যতদিন না পর্যন্ত হিন্দু মতে বিয়ে হবে, তত হৃদয় আদান প্রদানের কথা তাঁরা প্রকাশ্যে আনবেন না বলেও সিদ্ধান্ত নেন অক্ষয় এবং সুরভিন। যেমন কথা তেমনি কাজ। ২০১৫ সালে ইতালিতে বিয়ে সারলেও, এতদিন চুপ থেকে অবশেষে মালাবদলের কথা প্রকাশ্যে আনেন বলিউডের ওই অভিনেত্রী।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে