শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:৩০:৩০

বিরুশকা’র রিসিপশনে হঠাৎ মুখোমুখি ক্যাট-রণবীর, অতঃপর যা ঘটলো

বিরুশকা’র রিসিপশনে হঠাৎ মুখোমুখি ক্যাট-রণবীর, অতঃপর যা ঘটলো

বিনোদন ডেস্ক: আগে ভালোবাসার সম্পর্ক ছিল। ছিলেন ভালো দুই বন্ধু। এখন সম্পর্ক কিংবা বন্ধু কোনটাই নেই। ভবিষ্যতেও বন্ধু হওয়ার ইচ্ছা নেই। তারপরও মুখোমুখি বলিউড তারকা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ।

সম্প্রতি বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ের রিসেপশনে অনিচ্ছাকৃতভাবে একে অপরের সামনে পড়ে যান এই দুই তারকা।

খবরে বলা হয়, ভারতের সেন্ট স্টেগিসে বিরুশকা বিয়ের অভ্যর্থনা পার্টিতে আচমকা মুখোমুখি হন ক্যাট-রণবীর। কিন্তু তাদের এই বিব্রতকর পরিস্থিতি ভালোভাবেই সামলেছেন আশেপাশের লোকজন।

সূত্র জানিয়েছে, অনুষ্ঠানে একজনের পর অন্যজন আসেন। সে সেময় তারা তাদের নিজের লোকজনের সঙ্গে ছিলেন। ক্যাটরিনা তার বোন ইসারেলা এবং চলচ্চিত্রনির্মাতা আলী আব্বাস জাফরের সঙ্গে অনুষ্ঠানে এসেছিলেন। অন্যদিকে রণবীর এসেছিলেন আয়ান মুখার্জী, নীতা ও অনন্ত আম্বানীর সঙ্গে।ক্যাট আসা মাত্রই করন জোহর সিদ্ধার্থ মালহোত্রাকে সঙ্গে নিয়ে তার সঙ্গে দেখা করতে যান। তিনি ‘টাইগার জিন্দা হ্যা’ কিভাবে এত ভালো করছে সে বিষয়ে কথা বলেন। এ সময় ইসাবেলা ও আলীর সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন করন।

এদিকে করণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রণবীরের পক্ষ থেকে এগিয়ে যান আয়ান। এর ফলে বিব্রতকর পরিস্থিতি সহজেই এড়িয়ে যেতে সক্ষম হন রণবীর। ভালোবাসার সম্পর্কে থাকাকালীন রণবীর ও ক্যাটরিনা জুটি কখনই তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। কোন কারণে তাদের সম্পর্ক ভেঙেছে তাও জানা যায়নি। এর আগে ‌‘আজব প্রেম কি গাজব কাহানি’, ‘রাজনীতি’ এবং ‘জগা জাসুস’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন ক্যাটরিনা-রণবীর।-জিনিউজ
২৯ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে