বিনোদন ডেস্ক: শুরু থেকেই চালিয়ে খেলছে অ্যামাজন অভিযান। ২২ তারিখ ছবি মুক্তির পর থেকে এখনও পর্যন্ত এসভিএফ-এর বক্স অফিস সংগ্রহ প্রায় ১৫ কোটি। টলিউডের ইতিহাসে এটাই প্রথম বাংলা ছবি যা প্রথম সপ্তাহেই ১০ কোটির ওপরে ব্যবসা করল। বক্স অফিস কালেকশনস-এর দাবি প্রথম পাঁচ দিনেই না কি ১২.২৬ কোটির ব্যবসা করেছে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত অ্যামাজন অভিযান। দেব অভিনীত এই ছবি বড়দিনেই বক্স অফিস থেকে ব্যবসা করেছিল প্রায় ৩.৭০ কোটি টাকা। ছবির এই আকাশছোঁয়া সাফল্যে খুশিতে আত্মহারা প্রযোজক সংস্থা এসভিএফ-এর অন্যতম কর্ণধার মহেন্দ্র সোনি।
ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া-কে দেওয়া প্রতিক্রিয়ায় প্রযোজক তথা পরিচালক মহেন্দ্র সোনি জানিয়েছেন, "অ্যামাজন অভিযান ছবির এই সাফল্য আমাদের কাছে অপ্রত্যাশিত। দর্শক এই ছবিকে ভীষণ পছন্দ করেছে। আমরা ভীষণ খুশি।"
উল্লেখ্য, ২২ ডিসেম্বর বলিউডের 'দাবাং বয়' সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত 'টাইগার জিন্দা হ্যায়' ছবির সঙ্গেই মুক্তি পেয়েছে ২৫ কোটি টাকার অ্যামাজন অভিযান। চলতি বছরের শেষ সপ্তাহে দর্শক মহলে এই ছবি বেশ প্রশংসিত। উৎসব মরশুমে দর্শক যেভাবে বাংলা ছবি দেখতে হল ভরিয়েছে, নতুন বছরেও সেটা বজায় থাকুক, চাইছেন প্রযোজকরা।
একনজরে অ্যামাজন অভিযানের বক্স অফিস সংগ্রহ:
প্রথম দিন- ২.১৪ কোটি (শুক্রবার)
দ্বিতীয় দিন- ২.২৬ কোটি (শনিবার)
তৃতীয় দিন- ৩.১০ কোটি (রবিবার)
চতুর্থ দিন- ৩.৭০ কোটি (সোমবার, বড়দিন)
পঞ্চম দিন- ১.৮০ কোটি (মঙ্গলবার)
ষষ্ঠ দিন- ১.০৫ কোটি (বুধবার)-জিনিউজ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস