বিনোদন ডেস্ক: অনেকটা রাজকীয় আয়োজনে তৈমুরের প্রথম জন্মদিন পালন করেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। পারিবারিক এই আয়োজনে উপস্থিত ছিলেন কেবল আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব। কিন্তু জন্মদিনে হাজির ছিলেন না তৈমুরের দুই ভাই-বোন ইব্রাহিম ও সারা। কেন তারা ছিলেন না এই জন্মদিনের উৎসবে? ২০ ডিসেম্বর অর্থাৎ তৈমুরের জন্মদিনের এতগুলো দিন পর সামনে এলো এই তথ্য।
ইব্রাহিম ও সারা সাইফের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সংসারে জন্ম নেয়। সেই হিসেবে তৈমুরের সৎ ভাই-বোন তারা। আর জন্মদিনে তাদের অনুপস্থিতি থেকেই সারা ও ইব্রাহিমের সঙ্গে কারিনার দূরত্বের জল্পনা তুঙ্গে ওঠে। কিন্তু জানা গেছে, এ ধরনের জল্পনা আদৌ সত্য নয়। সারা ও ইব্রাহিম কারিনার খুবই ঘনিষ্ঠ। তারা দুজনেই ছোট ভাই তৈমুরকে খুব ভালোবাসেন। তাদের সেই পার্টিতে না থাকার কারণ অন্য।
বর্তমানে সারা তার প্রথম সিনেমা ‘কেদারনাথ’ এর শুটিংয়ে ব্যস্ত। পরিচালক চেয়েছিলেন, সারা শুটিং নিয়েই ব্যস্ত থাকুক। যেহেতু এটা তার প্রথম ছবি। তাই পরিচালকের কথা মাথায় রেখে সিনেমার শুটিংকেই অগ্রাধিকার দিয়েছেন তিনি। এদিকে ইব্রাহিম মাত্র লন্ডন থেকে ফিরেছেন। থাকবেন মাত্র কয়েকদিন। তাই এই সময়টা মা ও বোনের সঙ্গে কাটাতে চেয়েছিলেন তিনি।
এদিকে নতুন বছর বরণ করতে তৈমুরকে নিয়ে সাইফ-কারিনা পাড়ি জমিয়েছেন বরফের দেশ সুইজারল্যান্ডে। আল্পসের কোলে জিস্ট্যাডে আপাতত ছুটি কাটাচ্ছেন নবাব দম্পতি। প্যারাম্বুলেটরে চড়ে বাবা-মায়ের সঙ্গে বরফ বৃষ্টিতে ছোট্ট তৈমুরের ছবি পোস্ট করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্নো-কার্টে চড়ে বাবা-মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তৈমুর। সেখানকারই একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। -ইন্ডিয়া টুডে
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস